ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

বিশ্বকাপের প্রথম ম্যাচেই খেলবেন সালাহ!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৭ ০০:১২:২৫
বিশ্বকাপের প্রথম ম্যাচেই খেলবেন সালাহ!

সালাহ খুব দ্রুতই সুস্থ হয়ে উঠছেন বলে জানান তিনি। বিশ্বকাপ বাছাই পর্বে দুর্দান্ত খেলে মূলত একাই মিশরকে তুলেছেন বিশ্বকাপের মূলপর্বে। তাই তাকে হারিয়ে অনেকটা বিপাকে মিশর দল ও মিশরীয় সমর্থকেরা।

সালাহের ফেরার ব্যাপারে কুপার আরও বলেন, ‘সালাহ এখন তার কাঁধের ইনজুরি থেকে ফেরার শেষভাগে আছে। তবে আমরা আরও গভীরভাবে ওর পর্যবেক্ষণ করছি। কেননা এখনও ও একজন স্বাভাবিক খেলোয়াড়ের ন্যায় মাঠে অনুশীলন করতে পারছেনা। কিন্তু আমাদের চিকিৎসকেরা আমাদের খুব ভাল খবর দিয়েছে। আমি মনে করছি হয়ত উরুগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচের আগেই সে আমাদের সাথে থাকবে। আমরা আশাবাদী আর তার জন্য অপেক্ষা করছি।’

সদ্য সমাপ্ত মৌসুমে লিভারপুলের হয়ে সর্বমোট ৪৪ গোল করেছেন ২৫ বছর বয়সী সালাহ। চ্যাম্পিয়ন্স লিগেও ছিলেন দারুণ উজ্জ্বল। ফাইনালে চোট পেয়ে উঠে যাওয়ার আগে ১৩ ম্যাচে তার গোল সংখ্যা ১০টি আর সতীর্থদের দিয়ে করিয়েছেন গুরুত্বপূর্ণ ৫টি গোল। এখন তার ফেরার প্রত্যাশায় পুরো মিশর দল আর তার বিশ্বব্যাপি সমর্থকেরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে