ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

শ্রীদেবীর মৃত্যুর পর সৎ বোনদের পাশে কেন অর্জুন?

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৭ ০০:১০:১৬
শ্রীদেবীর মৃত্যুর পর সৎ বোনদের পাশে কেন অর্জুন?

দীর্ঘ মনোমানিল্য ছেড়ে শ্রীদেবীর মৃত্যুর পরই বাবা বনি কাপুর আর দুই বোন জাহ্নবী-খুশির পাশে এসে দাঁড়িয়েছিলেন অর্জুন কাপুর। শেষকৃত্যের সময় শ্রীদেবীর মরদেহের পাশে দেখা গিয়েছে তাকে। বাবা আর বোনদের সান্ত্বনা দিয়েছেন। প্রচণ্ড শোকের মধ্যে আগলে রেখেছেন বহুদিন আগে ছেড়ে যাওয়া পরিবারকে।

কিন্তু হঠাৎ কেন এই পরিবর্তন, তা নিয়ে প্রশ্ন ওঠে সাধারণ মানুষের মনে। সে প্রশ্নের জবাব জানালেন স্বয়ং অর্জুন। সোমবারই একটি টুইট করেছেন অভিনেতা। সেখানে লিখেছেন, ‘অংশুলা আর আমার মধ্যে জীবনের প্রত্যেকটা সেকেন্ডে আমরা আমাদের মায়ের প্রতিফলন দেখি। তিনি চাইতেন, জীবনের যেকোনো কঠিন সময়ে আমরা বাবা-বোনদের পাশে এসে দাঁড়াই। আমরা সেটাই করেছি।’

শ্রীদেবীর মৃত্যুর পর মরদেহ দুবাই থেকে আনতে বাবা বনি কাপুরকে সাহায্য করতে ছুটে যান অর্জুন। অন্ত্যেষ্টিক্রিয়ার দেখভালও করেন তিনি। এরপর নিজের বাড়িতে জাহ্নবী ও খুশিকে নিমন্ত্রণ করেন অভিনেতা। শুধু তাই নয়, একবার পোশাক বিতর্কে জাহ্নবী জড়িয়ে গেলে বোনের পক্ষ নিয়ে প্রতিবাদও করেছিলেন অর্জুন।

সূত্র: এনডিটিভি

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে