ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

সাকিবের কোন দোষ নেই, দোষ ব্যাটসম্যানদের-পাপন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৬ ২৩:৩১:৩৫
সাকিবের কোন দোষ নেই, দোষ ব্যাটসম্যানদের-পাপন

পাপনের কাঠগড়ায় ব্যাটসম্যানরা। পাপন বলেন ,’ হতে পারে আফগানিস্তানের বোলিং খুব ভাল, ওদের রশিদ খান আছে। অস্বীকার করার উপায় নেই সে একজন বিশ্বসেরা বোলার। তারপরও ১৫০-১৬০ রান হবে না, এটা কখনো মনে হয়নি। যখনই মনে হয়েছে ব্যাটসম্যানরা সেট হয়েছে, আমরা বড় সংগ্রহের দিকে যাচ্ছি, তখনই মনে হয়েছে উইকেটটা বিলিয়ে দিয়ে এসেছে।’

পাপন আরো বলেন ,’ আমার মতে এইখানে বোলাররা ঠিক আছে। ১৮০ রানও তো এখনও হয়নি। কী করে ওদের খারাপ বলি। ১৩০-১৪০ করাতো ব্যাপার না। এইটাতো খুবেই ন্যাচারল একটা বিষয়। এইখানে সাকিবের অধিনায়কত্বের কিংবা রুবেলের দোষ আমি দেখছি না।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে