ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

ইসরায়েলের বিপক্ষে মাঠে নামলে প্রতি মিনিটে যে টাকা পেতেন মেসি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৬ ২১:০৪:৫৩
ইসরায়েলের বিপক্ষে মাঠে নামলে প্রতি মিনিটে যে টাকা পেতেন মেসি

বিশ্বকাপের আগে আগামী ৯ জুন ইসরায়েলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ হওয়ার কথা ছিল আর্জেন্টিনার। জেরুজালেমে ম্যাচটি আয়োজন করতে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে এরই মধ্যে ১ মিলিয়ন ডলার দিয়েছে ইসরায়েল ফুটবল ফেডারেশন। চুক্তি ছিল ম্যাচের পর আর্জেন্টিনার হাতে আরো ৩ মিলিয়ন ডলার তুলে দেয়ার। সফর বাতিল হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই সেটি আর পাচ্ছে না। উল্টো ১ মিলিয়ন ডলার ফেরত দিয়ে দিতে হবে তাদের।

মেসি-মাশ্চেরানোদের চাপে পড়েই এই প্রস্তুতি ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেয় আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। রাজনৈতিক চাপও একটা বড় কারণ।

ইসরায়েলের বিপক্ষে আর্জেন্টিনার এই ম্যাচটি নিয়ে প্রথম থেকেই ক্ষোভের সঞ্চার হয় ফিলিস্তিনি জনগোষ্ঠীর মধ্যে। প্রচুর আর্জেন্টাইন সমর্থক ও মানবাধিকার কর্মীরাও এই ম্যাচের তীব্র বিরোধিতা করছিলেন। ম্যাচটি খেললে মেসিরা ফিলিস্তিনি জনগণের প্রতি ইসরায়েলের আগ্রাসী আচরণকে সমর্থন করা হবে বলেও কথা ওঠে। শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তারা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে