ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১

আফগান সুপারস্টার রশিদ খান সম্পর্কে জানা-অজানা ১১ তথ্য!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৬ ২০:৫৬:০০
আফগান সুপারস্টার রশিদ খান সম্পর্কে জানা-অজানা ১১ তথ্য!

জেনে নেয়া যাক, আফগান সুপারস্টার রশিদ খান সম্পর্কে অজানা ১১ তথ্য:

১-রশিদ খান আফগানিস্তানের নানগারহার প্রদেশের জালাবাদে জন্ম গ্রহণ করে।

২- আফগানিস্তানের চলাকালীন যুদ্ধের ভয়াবহতার এড়ানোর জন্য পাকিস্তান শিবিরে আশ্রয় নেয় তার পরিবার।

৩- রশিদ খানের পুরো নাম রশিদ খান আরমান

৪- পাকিস্তান শরণার্থী থেকে ফিরে আসার পর প্রথমবারের মতো টিভিতে পাকিস্তানের খেলা দেখেছিলেন তিনি।

৫- রশিদ খানের তার আইডল মনে করে পাকিস্তানের সুপারস্টার ক্রিকেটার শহীদ খান আফ্রিদি। তার এই কিংবদন্তির চুলের স্টাইল ও উদযাপন বেশ পছন্দ হয় তরুণ রশিদের।

৬-টেপ টেনিস বল দিয়েই ক্যারিয়ার শুরু হয় রশিদ খানের। প্রাথমিক পর্যায়ে বাড়ির উঠানে টেপ টেনিস বলে অনুশীলন করতেন।পরে পাড়ার বড় ভাইদের সঙ্গে খেলতে যেতেন।

৭-মাত্র ১৭ বছর বয়সী আফগানিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রশিদের।

৮- রশিদ খানের বল খুব বেশি র্টান না থাকলেও নিখুঁত গুগলিতে প্রতিপক্ষকে কাবু করেন তিনি।

৯ তাকে সবাই লেগ স্পিনার বললেও রশিদের ভাষ্য তিনি আঙ্গুলের সাহায্যে কারিশমা দেখান।

১০-আইপিএল-বিপিএল-বিগ ব্যাশ-কাউন্টি ও সিপিএলে খেলার অভিজ্ঞতা হয়েছে রশিদ খানের।

১১-কিংবদন্তি সাকলাইন মুশতাককে পেছনে ফেলে কনিষ্টতম বোলার হিসেবে হয়েছেন আইসিসি শীর্ষ বোলার। এছাড়া মিচেল স্টার্ককে ছাপিয়ে হয়েছেন ওয়ানডের দ্রুততম শত উইকেট শিকারী।

১১-আন্তর্জাতিক ওয়ানডেতে ১০০ এবং টি-২০ ক্রিকেটে ৫৬ উইকেট লাভ করেছেন রশিদ।

তাই বলা যেতেই পারে রশিদ খান যেভাবে রেকর্ড গড়ছে একদিন না একদিন তিনি নিজেই নিজের রেকর্ড ভেঙ্গে ফেলবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে