ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

৭ গোল খাওয়া সেই জালকে ৮ হাজার টুকরো করবে ব্রাজিল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৬ ২০:৪৬:২৫
৭ গোল খাওয়া সেই জালকে ৮ হাজার টুকরো করবে ব্রাজিল

তবে আগামী বিশ্বকাপকে সামনে রেখে সেই স্মৃতি ভুলে থাকার চেষ্টা করবে ব্রাজিলিয়ানরা। ৭ গোল খাওয়া সেই জালকে ৮ হাজার ১৫০ টুকরো করবে ব্রাজিল ফুটবল আসোসিয়েশন। আর টুওকড় গুলো উঠানো হবে নিলামে।

জালের টুকরোগুলোর প্রতিটি ৮৩ ডলার দরে নিলামে তোলা হবে। এই দামেও যদি টুকরোগুলো বিক্রি করা যায়, তবু প্রায় ৫ লক্ষ ৮৬ হাজার মার্কিন ডলার আয় হতে পারে। নিলাম থেকে আয়কৃত সকল অর্থ দান করা হবে একটি দাতব্য প্রতিষ্ঠানকে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে