ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

অস্ত্রোপাচার সফল আলভেজের, মাঠে ফিরবেন যখন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৬ ২০:৪৪:৪৯
অস্ত্রোপাচার সফল আলভেজের, মাঠে ফিরবেন যখন

আজকেই সফল্ভাবে অস্ত্রোপাচার সম্পন্ন হয়ে দানি আলভেজের। অস্ত্রোপাচার যাওয়ার আগে আলভেজ ইন্সটাগ্রামে একটি পোস্টও দিয়ে যান। সেই পোস্টে আলভেজ দোয়া চান সমর্থকদের কাছে।

সেই পোস্টে আলভেজ লিখেন ,’ ‘আমার জন্য দোয়া করার জন্য সবাইকে ধন্যবাদ। আমি মাঠে ফেরার প্রক্রিয়া শুরু করে দিলাম এর মাধ্যমে। স্রষ্টাকে ধন্যবাদ যে অপারেশনের জন্য আমাকে অচেতন করা হলেও এর কোন প্বার্শ প্রতিক্রিয়া আমাকে স্পর্শ করেনি। খুব শীঘ্রই মাঠে ফিরবো আশা করছি।’ তবে অস্ত্রোপাচার শেষে ৬ মাসের জন্য মাঠের বাহিরে থাকতে হবে আলভেজকে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে