ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

সদ্য সংবাদ

তাওয়াফ করে ভক্তের মুমুর্ষু মায়ের সাথে সাকিবের আলাপন, শেষ ইচ্ছে পূরণের পর না ফেরার দেশে সেই মা*** প্যারাগুয়ে নয় আর্জেন্টিনাকে হারালো ব্রাজিলিয়ান রেফারি, ম্যাচ হেরে সরাসরি যাকে দায়ি করলেন কোচ স্কালোনি*** পুরো ক্রিকেট বিশ্বকে কাঁদিয়ে হঠাৎ করে বিদায় নিলেন জনপ্রিয় তারকা পেসার টিম সাউদি*** আল্লাহর জিকিরে আসে আত্মার প্রশান্তি*** আইপিএল মেগা নিলামের আগে কলকাতা নাইট রাইডার্সের শর্ট লিস্ট তৈরি আছেন এক বাংলাদেশী ক্রিকেটার*** পর্তুগাল–পোল্যান্ডের হাইভোল্টেজ ম্যাচসহ টিভিতে আজকের সকল খেলার সময় সূচি*** চরম উত্তেজনায় অবিশ্বাস্য ভাবে শেষ আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল***

মামলা ও গ্রেপ্তার হবার বিষয়ে মুখ খুললেন আসিফ

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৬ ১৬:৩২:২২
মামলা ও গ্রেপ্তার হবার বিষয়ে মুখ খুললেন আসিফ

বুধবার আসিফের মামলার শুনানির সময়ে আদালত আসিফের কাছে বাদীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

এসময় সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের সংগীতকর্মসহ অন্যান্য গীতিকার, সুরকার ও শিল্পীদের ৬১৭টি গান সবার অজান্তে বিক্রি করার বিষয়ে আসিফ আকবর বলেন, ‘২০০৮ সালে মোবাইল কোম্পানিগুলোর সাথে আমরা চুক্তিবদ্ধ হই। পরে সরকার ২০১৪ সালে নতুন আইন করে। আগের চুক্তিতে আমরা কেউ লাভবান হইনি।’

আদালতে আসিফের আইনজীবী আসাদুজ্জামান বলেন, ‘ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনুমোদন ছাড়া গান বিক্রির এই ঘটনা উল্লেখ করে একটি পোস্ট দেন গীতিকার, সুরকার তুহিন। তার (তুহিন) অভিযোগ ওই পোস্টের নিচে আসিফ আকবর নিজের একটি অ্যাকাউন্ট থেকে অশালীন মন্তব্য ও হুমকি দেন।’

‘কিন্ত পোস্টে আসিফ কী কূটুক্তি বা মানহানিকর কমেন্ট করেছে তা এজাহারে স্পষ্ট করা হয়নি। তথ্যপ্রযুক্তি আইনে এ মামলা চলে না।’

এসময় বিচারকও আইনজীবীর সাথে সহমত পোষণ করেন বলে সাংবাদিকদের কাছে দাবি করেন আসিফের আইনজীবী আসাদুজ্জামান।

রিমান্ড বাতিল করলেও তথ্য প্রযুক্তি আইনে মামলার সীমাবদ্ধতার কারনে জামিন দেওয়া সম্ভব নয় বলে জানান তিনি

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে