ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

শাকিব খানকে সালাম করলেন বুবলী

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৬ ১৫:৪৭:৩০
শাকিব খানকে সালাম করলেন বুবলী

জানা যায়, ‘ক্যাপ্টেন খান’ সিনেমার শুটিংয়ের সময় কক্সবাজারের সমুদ্র ধারে একটি একটি হোটেলে সেট তৈরি করে অনুষ্ঠানটি নির্মাণ হয়েছে। বাংলাভিশনের নিজস্ব চ্যানেলে আপলোড করা ট্রেলারে দেখা যায়, বুবলী ‘রমজানের ওই রোজার শেষে’ গাইতে গাইতে শাকিবকে ঈদের সালাম করেন। যাতে কিং খান পুরোপুরি হতবাক। তারপুর শুরু হয় হরেক রকমের খোশ গল্প।

অনুষ্ঠানটি নিয়ে বুবলী বলেন, ‘এটি তথাকথিত সেলিব্রেটি শো-য়ের মত না। আমরা আড্ডাচ্ছলে নানা ধরনের গল্প করেছি। আমি তাকে অনেক ব্যক্তিগত প্রশ্ন করেছি। সেও আমাকে অনেক ব্যক্তিগত প্রশ্ন করেছেন। সিনেমার শুটিংয়েও দেখা যায় এমনটা আলাপ হয় না। যে যার শুটিং নিয়ে এত ব্যস্ত থাকি। বেশ ভালোই লাগলো সুপারস্টারের সঙ্গে আড্ডা দিতে পেরে’।

উল্লেখ্য, অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহীদ সম্পদ। ঈদুল ফিতরের বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের দিন বিকেল ৫টা ১৫ মিনিটে বাংলাভিশনে অনুষ্ঠানটি প্রচারিত হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে