ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

‘হাইপ্রেশার টু’ নিয়ে আসছেন মোশাররফ করিম

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৬ ১৫:৩৭:৪১
‘হাইপ্রেশার টু’ নিয়ে আসছেন মোশাররফ করিম

বৈশাখী টেলিভিশনের ৭ পর্বের ঈদ ধারাবাহিক ‘হাইপ্রেশার ২’-তে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আদিবাসী মিজান। এটি প্রচার হবে ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন রাত ১০টা ৩০ মিনিটে।

মজনু ও ফটিক টাউট প্রকৃতির লোক। তারা চিন্তা করে সত্ পথে টাকা উর্পাজন করবে, তাই রাস্তায় রাস্তায় শরবত বিক্রি করে। ঘটনাক্রমে অ্যাপ্রোন পরা দুই অ্যাডভোকেট শরবত কিনতে আসে। অ্যাপ্রোন দেখে মজনুর মাথায় দুষ্টুবুদ্ধি ঘোরপাক খায়, সে চিন্তা করে অ্যাপ্রোন পরে সেও অ্যাডভোকেট সাজবে, ধোঁকা দেবে মানুষকে। মজনু ফটিককে সাথে নিয়ে মামাবাড়ি বরিশাল চলে যায় এবং চলতে থাকে সাধারণ মানুষের সাথে তাদের নানা ধরনের প্রতারণা। এ রকম গল্পেই নাটকটি নির্মাণ করা হয়েছে। নাটকের ফটিক চরিত্রে অভিনয় করেছেন মিরাক্কেল খ্যাত জামিল। আরো আছেন আখম হাসান, নাদিয়াসহ অনেকে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে