ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

মেসি রোনালদোকে সরিয়ে এ বছর আয়ের শীর্ষে  যে খেলোয়াড়

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৬ ১৪:১২:০৩
মেসি রোনালদোকে সরিয়ে এ বছর আয়ের শীর্ষে  যে খেলোয়াড়

গত সাত বছরে চতুর্থবারের মতো আয়ের শীর্ষে উঠে এসেছেন মেওয়েদার। আর গতবার তৃতীয় স্থানে থাকা মেসি উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। রোনালদো নেমে গেছেন ৩ নম্বরে। তালিকাটি প্রকাশ করেছে বিখ্যাত সাময়িকী ফোর্বস।

প্রতি বছরই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের একটা তালিকা প্রকাশ করে ফোর্বস। তাদের তালিকায় থাকেন বিশ্বসেরা ক্রীড়াবিদরাও। ক্রীড়াবিদদের মধ্যে আয়ের শীর্ষে থাকা মেওয়েদারের সম্পদের পরিমাণ ২৮৫ মিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে থাকা মেসির ১১১ মিলিয়ন ডলার। আর রোনালদো সম্পদের পরিমাণ ১০৮ মিলিয়ন ডলার।

তালিকায় চার নম্বরে আছেন মিক্স-মার্শাল আর্টের রাজা কনর ম্যাকগ্রেগর। তাঁর সম্পত্তির পরিমাণ ৯৯ মিলিয়ন ডলার। আর ব্রাজিলীয় সেনসেশন ও বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার নেইমার ৯০ মিলিয়ন ডলার নিয়ে আছেন পঞ্চম স্থানে।

বিশ্বের ১০০ শীর্ষ আয়ের ক্রীড়াবিদদের এ তালিকায় একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ২৪ মিলিয়ন আয় নিয়ে তালিকার ৮৩তম স্থানে আছেন তিনি। তবে এবারের তালিকায় নেই কোন নারী ক্রীড়াবিদ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে