ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

টাইগারদের হোয়াইটওয়াশের হুমকি দিয়ে ম্যাচ শেষে যা বললেন আফগান অধিনায়ক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৬ ১৩:০১:৩৯
টাইগারদের হোয়াইটওয়াশের হুমকি দিয়ে ম্যাচ শেষে যা বললেন আফগান অধিনায়ক

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে বাংলাদেশকে ছয় উইকেটে হারার পরে এখন বাংলাদেশকে হোয়াইটওয়াশের হুমকি দিচ্ছেন আফগানরা।আর তাদের এ সাফল্যের কৃতিত্ব বোলারদেরকেই দিয়েছেন আফগান অধিনায়ক স্টানিকজাই।ম্যাচ শেষে তিনি বলেন,

‘আমরা জানি আমরা কতটা শক্তিশালী, বিশেষ করে টি-টুয়েন্টিতে বোলিং এবং ব্যাটিংয়ের ক্ষেত্রে।ইতোমধ্যেই আমরা আমাদের সেই যোগ্যতা প্রমাণও করেছি।আর এই উইকেটে আমাদের বোলার বল করতে অনেক উপভোগ করে যা আমাদেরকে এই জয়টা এনে দিয়েছে।সামনের ম্যাচে ধরে রাখবো এবং বাংলাদেশকে হোয়াইটয়াশ করবো ইনশাহআল্লাহ’।

উল্লেখ্য তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টানা দুই ম্যাচে জিতে ট্রফি নিজেদের করে নিয়েছে আফগানিস্তান। প্রথম ম্যাচে ১৬৭ রান করে ৪৫ রানের জয় পায় আফগানরা। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে ১৩৫ রানের টার্গেটে ব্যাট করে ৭ বল আগেই ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের ক্রিকেটাররা।সিরিজের তৃতীয় ম্যাচ আগামী ৭ মে অনুষ্ঠিত হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে