ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

গুয়াতেমালায় অগ্ন্যুৎপাত: নিখোঁজ ১৯২, নিহত ৭৫

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৬ ১২:০৪:৪১
গুয়াতেমালায় অগ্ন্যুৎপাত: নিখোঁজ ১৯২, নিহত ৭৫

এদিকে, মঙ্গলবার নতুন করে বিস্ফোরণে উষ্ণ গ্যাস ও গলিত শিলা উৎক্ষিপ্ত হওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হয়।

রোববারের অগ্ন্যুৎপাতে দেশটির প্রায় ১৭ লাখ মানুষ ক্ষয়ক্ষতির স্বীকার হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

গুয়াতেমালার ন্যাশনাল ইনস্টিটিউট অব সেইসমোলজির প্রধান এডি স্যানচেজ বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে বড় ধরনের কোনো বিস্ফোরণের সম্ভাবনা নেই।

অন্যদিকে, দেশটির ডিজাস্টার রিলিফ অ্যাজেন্সির প্রধান সার্জিও কাবানাস বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমরা ১৯২ জন লোককে নিখোঁজের তালিকায় পেয়েছি। এখন তাদের নাম, পরিচয় ও নিখোঁজের স্থান শনাক্ত করা হচ্ছে।’

সার্জিও কাবানাস জানান, রোববার অগ্ন্যুৎপাতের আগে কোনো সতর্কতা জারি করা হয়নি।

তিনি জানান, অগ্ন্যুৎপাতের সংকেত পেলে তাৎক্ষণিকভাবে লোকজন কী করবে স্থানীয়দের এমন প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। কিন্তু অগ্ন্যুৎপাত এতো দ্রুত হয়েছে যে, এলাকাবাসী সে অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারেনি।

স্থানীয় বিশেষজ্ঞদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭৪ সালের পর এটি সবচেয়ে বড় অগ্ন্যুৎপাত।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে