ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

সদ্য সংবাদ

প্যারাগুয়ে নয় আর্জেন্টিনাকে হারালো ব্রাজিলিয়ান রেফারি, ম্যাচ হেরে সরাসরি যাকে দায়ি করলেন কোচ স্কালোনি*** পুরো ক্রিকেট বিশ্বকে কাঁদিয়ে হঠাৎ করে বিদায় নিলেন জনপ্রিয় তারকা পেসার টিম সাউদি*** আল্লাহর জিকিরে আসে আত্মার প্রশান্তি*** আইপিএল মেগা নিলামের আগে কলকাতা নাইট রাইডার্সের শর্ট লিস্ট তৈরি আছেন এক বাংলাদেশী ক্রিকেটার*** পর্তুগাল–পোল্যান্ডের হাইভোল্টেজ ম্যাচসহ টিভিতে আজকের সকল খেলার সময় সূচি*** চরম উত্তেজনায় অবিশ্বাস্য ভাবে শেষ আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল*** ভিনিসিয়াসের পেনাল্টি মিস, চরম উত্তেজনায় শেষ হলো ব্রাজিল বনাম ভেনেজুয়েলার ম্যাচ, দেখেনিন ফলাফল***

ঈদের দ্বিতীয় দিন পারিবারিক ভাবেই যাকে বিয়ে করতে জাচ্ছেন অভিনেত্রী মেহজাবিন!

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৫ ১৭:১২:৫৫
ঈদের দ্বিতীয় দিন পারিবারিক ভাবেই যাকে বিয়ে করতে জাচ্ছেন অভিনেত্রী মেহজাবিন!

কৈশোরে পা না দিতেই পারিবার থেকে বিয়ে ঠিক। তারাও একে অপরকে গভীরভাবে ভালোবাসে। তবে দু’জনের বয়সের দশ বছর পার্থক্যটা মাঝে মধ্যে জটিলতার সৃষ্টি করে।

জাফর ভালোবাসার গভীরতায় যতটাই ঘনিষ্ট হতে চায় জুলেখা ততই আড়ষ্ট আচরণ করে। তখনো সে মানসিকভাবে কৈশোরকে পেরোতে পারে না। এ নিয়েই শুরু হয় নানা ঝগড়া-দ্বন্দ্ব।

কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের উপন্যাসের গল্প নিয়ে ‘অমিত্রাক্ষর’ শিরোনামের নাটক নির্মাণ করেছেন আবুল হায়াত। পরিচালনার পাশাপাশি অভিনয় ও নাটকের চিত্রনাট্যও করেছেন আবুল হায়াত। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন ও সাজ্জাদ। আরো অভিনয় করেছেন শিরীন আলম, মাসুম আজিজ প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে, ‘বিয়ে ঠিক ঠাক হয় পারিবারিকভাবে। ওরাও একে অপরকে গভীরভাবে ভালোবাসে। তবে ওদের বয়সের ১০ বছর পার্থক্যটা মাঝে মধ্যে জটিলতার সৃষ্টি করে। জাফর ভালোবাসার গভীরতায় যতটাই ঘনিষ্ট হতে চায়, জোলেখা ততই আড়ষ্ট আচরণ করে। মানসিকভাবে সে কৈশোরকে পেরোতে পারে না তখনো।

এ নিয়েই শুরু হয় দ্বন্দ।’ নাটকের শেষে কি হয় জানতে অপেক্ষা করতে ঈদুল ফিতর পর্যন্ত। আবুল হায়াত জানান, ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে নাটকটি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে