ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

যৌনতায় ভরপুর এবারের ‘বিগ বস’

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৫ ১৩:২৪:৩৪
যৌনতায় ভরপুর এবারের ‘বিগ বস’

শোনা যাচ্ছে, এবার আরও বোল্ড হতে চলেছে শোয়ের ফরম্যাট। কারণ এবারে বাস্তবের জুটিদেরই প্রতিযোগী হিসেবে দেখা যাবে। এদের মধ্যে সমকামী যুগলরাও থাকবেন। হ্যাঁ, সঞ্চালক হিসেবে সলমন খান অবশ্যই থাকছেন। কিন্তু সূত্রের খবর মানলে, এবার সেক্ষেত্রেও বড় চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। কারণ এই প্রথমবার টেলিভিশনে সঞ্চালক হিসেবে দেখা যেতে পারে ক্যাটরিনা কাইফকে। সলমনের সহ-সঞ্চালক হিসেবে দেখা যেতে পারে তাঁকে।

‘বিগ বস’-এর অন্দরে সমকামী প্রতিযোগীদের আগেও দেখা গিয়েছে। ববি ডার্লিং, ভিজে অ্যান্ডি, রোহিত বর্মা, ইমাম সিদ্দিকিরা বেশ জনপ্রিয় হয়েছেন। কিন্তু এভাবে জুটি হিসেবে এর আগে দেখা যায়নি। এছাড়াও এবারে নাকি শোয়ে স্ট্রিপার, দেহ ব্যবসায়ী ও যৌনাসক্ত মানুষদের দেখা যাবে। ইতিমধ্যেই ‘বিগ বস’-এর অন্দরে তারকাদের পাশাপাশি সাধারণ মানুষদেরও দেখা গিয়েছে। বিতর্কের ভিত্তিতেই তাঁদের সুযোগ দেওয়া হয়েছে। এবারও অডিশনের মাধ্যমে প্রতিযোগীদের বাছা হবে বলে জানা গিয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে