ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

‘কে সত্য কে মিথ্যা এটা ইন্ডাস্ট্রি ও জনগণ জেনে গেছে’

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৫ ১২:৪২:১০
‘কে সত্য কে মিথ্যা এটা ইন্ডাস্ট্রি ও জনগণ জেনে গেছে’

কেমন আছেন?খুব ভালো আছি বলবো না। আমাদের পরিবারের একজন সম্প্রতি অসুস্থতায় পড়েছেন। আমি নিজেও মাঝে অসুস্থ ছিলাম আপনারা জানেন। এরমধ্যে যেমন থাকা যায় তেমনটাই আছি।

সম্প্রতি শিল্পী সমিতির ইফতারে আপনাকে আমন্ত্রণ না জানানো নিয়ে একটা আলোচনা তৈরি হয়েছে। যদিও এ নিয়ে আপনার ফেসবুক লাইভে আপনি বলেছেন। তবুও সাম্প্রতিক ঘটনা হিসেবে বিষয়টা নিয়ে জানতে চাই—নতুন করে কিছু আর বলার নেই। এটা নিয়ে তেমন আর কিছু বলতেও চাই না। আমি আঙুল দিয়ে যা দেখিয়ে দেওয়ার দিয়েছি। যা প্রমাণ দেওয়ার সেটিও দিয়েছি। এখানে সাক্ষরের যে বিষয়টি বলা হয়েছে, সেটিও যে সঠিক নয় তাও আমি প্রমাণ করেছি। কে সত্য কে মিথ্যা এটা ইন্ডাস্ট্রি ও জনগণ জেনে গেছে।

এবার অন্য প্রসঙ্গে আসি তাহলে, চলচ্চিত্র ব্যস্ততা কী নিয়ে চলছে এখন?চলচ্চিত্রই নেই, তাহলে ব্যস্ততা কিভাবে থাকবে। ব্যস্ততা এখন শুধু একজন নায়ককে কেন্দ্র করে। চলচ্চিত্রের এই বিভাজন যে কবে শেষ হবে আমি জানি না। এই বিভাজন, দোষারোপ আর ভালো লাগে না।

তাহলে কি বলা যায় এখন অবসর সময় পার করছেন?ঠিক তাও নয়। ‘নোলক’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত হয়ে যাবো। কয়েকটি টক শো করছি। একটি বিজ্ঞাপনের কাজ করবো। এছাড়া যেহেতু রোজার মাস, তাই বিভিন্ন ইফতারের আমন্ত্রণে যাবো। পারিবারিকভাবে একটু চিন্তার মধ্যে আছি। আমার আপন চাচা শ্বশুর অসুস্থ। মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত তাই। এসব নিয়েই আছি। কোনো বিভাজন নিয়ে বা কোনো পলিটিক্স নিয়েও ব্যস্ততা নেই। এগুলো শুনতেও আর ভালো লাগে না।

চলচ্চিত্র ফোরাম গঠনের পর কিন্তু এ নিয়ে আপনাদের কোনো কার্যক্রম চোখে পড়েনি। এই প্রসঙ্গে কী বলবেন?ফোরামের মূল দায়িত্বে যারা আছেন তারা বিষয়টি নিয়ে ভালো বলতে পারবেন। এই বিষয়ে আমি তেমন কিছুই বলতে পারবো না।

আপনি কি তাহলে এখন সম্পৃক্ত নেই?আমি সম্পৃক্ত আছি। ফোরাম তো ফোরামে জায়গাতেই থাকবে। তবে কিছু মানুষের পরিবর্তন ঘটেছে। কিছু মানুষের চেহারার পরিবর্তন দেখেছি।

জেনেছি আপনার শরীরের অবস্থাও কিছুটা খারাপ। এখন কেমন বোধ করছেন?কোনোরকম আছি। বাসায় বেশি থাকি বলা যায়। কাজ ছাড়া খুব একটা বাইরে বের হই না।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে