ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

আবারো অপেক্ষা বাড়লো সাব্বিরের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৫ ১১:৫৮:১২
আবারো অপেক্ষা বাড়লো সাব্বিরের

তবে এই সিরিজে সাব্বির আর ১০৭ রান করলেই তার টি-২০ ক্রিকেটে পূরন হয়ে যেত ১০০০ রানের মেইলফলক। কিন্তু সেটার অপেক্ষা হয়তো আরো বেশ বাড়লো সাব্বিরের।

লাল সবুজের জার্সি গায়ে ৪০ টি টি-টুয়েন্টি খেলে সাব্বিরের বর্তমান রান ২৬.২৬ গড়ে ৮৯৩। সর্বোচ্চ আছে ৮০ রানের ইনিংস। ১২২.৩২ স্ট্রাইক রেটে খেলা এই ব্যাটসম্যানের অর্ধশত রান আছে চারটি।

যদিও কিছুদিন আগে অফফর্মে ছিলেন সাব্বির। তবে এই সিরিজের আগে শেষবার খেলা নিদাহাস ট্রফির ফাইনালে ইঙ্গিত দিয়েছেন সুসময়ের। ভারতের বিপক্ষে খেলা সেই ম্যাচ ৫০ বল খেলে ৭৭ রান করেছিলেন তিনি।

তবে তার আগের সাতটি টি-টুয়েন্টি ম্যাচে তার সর্বোচ্চ রান মাত্র ৩০। এই সিরিজে যদি বাকী দুইটি ম্যাচে খেলার সুযোগ পান সাব্বির, তাহলে হয়তো এক হাজারি ক্লাবে পৌঁছাতে পারবেন তিনি। তবে সেটার জন্য কতোটুকু অপেক্ষা করতে হবে সাব্বিরকে সেটাই দেখার বিষয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে