ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

২১ বছরেও সৌরভের যে রেকর্ড কেউ ভাঙতে পারেনি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৫ ১১:২৮:১৭
২১ বছরেও সৌরভের যে রেকর্ড কেউ ভাঙতে পারেনি

টাইমমেশিনের সাহায্য না নিয়ে পিছিয়ে যেতে হবে সেই ১৯৯৭ সালে। সেবার টরোন্টোতে খেলতে গিয়েছিল ভারত। প্রতিপক্ষ ছিল পাকিস্তান। এই টরোন্টোতেই পাকিস্তানের বিরুদ্ধে টানা চারবার ‘ম্যান অফ দ্য ম্যাচ’-এর সম্মান পেয়েছিলেন বাংলার মহারাজ। এই কারণে সৌরভকে ‘ম্যান অফ দ্য সিরিজ’-এর সম্মানও দেওয়া হয়েছিল। তাঁর আগে ১৯৮৩ সালে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের বিরুদ্ধে টানা তিন ম্যাচে ম্যাচের সেরা হয়েছিলেন। সৌরভের সেই অনন্য কীর্তি আজও অক্ষত।

প্রথম ম্যাচে অবশ্য সৌরভ ম্যাচের সেরা হননি। ভারত ২০ রানে ম্যাচটি জিতে নিয়েছিল। প্রথমে ব্যাট করতে নেমে ভারত ২০৮ রানে শেষ হয়ে গিয়েছিল। সেই ম্যাচে ৪৯ রান করে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ হয়েছিলেন অজয় জাদেজা। সৌরভ (১৭) ব্যাট হাতে বেশি কিছু না করলেও বল হাতে ২টি উইকেট তুলে নিয়েছিলেন।

দ্বিতীয় ম্যাচ থেকেই শুরু হয় সৌরভের রেকর্ড। ৯ ওভারে ১৬ রান দিয়ে ২টি উইকেট তুলে নিয়েছিলেন মহারাজ। পাকিস্তান ১১৬ রানে শেষ হয়ে যায়। ভারত ব্যাট করতে নেমে ৩৪.৪ ওভারেই ম্যাচ জিতে নেয়। সৌরভ ৩২ রান করেন। ম্যাচের সেরাও হন তিনি।

তৃতীয় ম্যাচ ভারত জিতে নিয়েছিল ৩৪ রানে। প্রথমে ব্যাট করতে নেমে ভারত করেছিল ১৮২ রান। সৌরভ সেই ম্যাচে ২ রান করেছিলেন। কিন্তু বল হাতে বিধ্বংসী হয়ে উঠেছিলেন । পাঁচ-পাঁচটা উইকেট নিয়ে পাকিস্তানকে ধ্বংস করে দিয়েছিলেন তিনি। পাকিস্তান ১৪৮ রানে শেষ হয়ে যায়। এই ম্যাচে সৌরভ ছাড়া আর কেইবা ম্যান অফ দ্য ম্যাচের সম্মান পেতে পারতেন?

চতুর্থ ওয়ানডেতেও সৌরভের জাদু অব্যাহত ছিল। বল হাতে ২ উইকেট নেওয়ার পরে ব্যাট হাতে ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। সৌরভের ব্যাটে ভর দিয়ে ভারত খুব সহজেই পাকিস্তানের ১৫৯ পান পেরিয়ে যায়। এই ম্যাচেও মহারাজ ম্যাচের সেরা।

পঞ্চম ম্যাচে চার রানের জন্য শতরান পাননি সৌরভ। ৯৬ রান করেছিলেন তিনি। প্রথমে ব্যাট করতে নেমে ভারত করেছিল ২৫০ রান। বল করার সময় সৌরভ দুই উইকেট তুলে নেন। পাকিস্তান অবশ্য শেষ ওয়ানডে জিতেছিল। কিন্তু ম্যাচের সেরা হয়েছিল সৌরভ।

২১ বছর আগে সৌরভের এই রেকর্ড আজও ভাঙতে পারেননি কেউ। সৌরভের নাম জ্বলজ্বল করছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে