ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশ দলের হারের যে ৪টি মূল কারণ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৫ ০১:১২:৪৯
বাংলাদেশ দলের হারের যে ৪টি মূল কারণ

১. বাংলাদেশ অনেক চেষ্টা করেছে বড়দলের এটিচূড ধরে রাখার। আফগানদের উইকেট পতনে সেলিব্রেট না করাই তার প্রমাণ। কিন্তু অদ্ভুতুড়ে ক্যাপ্টেন্সি এবং বিলো স্ট্যান্ডার্ড ডেথ বোলাররা সেই এটিচূডের মুখে কড়া করে ঝামা ঘষে দিয়েছে। সেই ক্ষেত্রে প্রথম সুযোগটিকেই কাজে লাগাতে হবে আগে।

২. ক্রিকেটে একেকদিন একেক প্লেয়ারের ভাগ্য সহায় হয়। বোলিং এ রিয়াদের তেমনি একটা দিন হতে পারত গতকাল। শেষের দিকে বলে শুধু পেস বোলিংই করাতে হবে টাইপ মুখস্থ ক্যাপ্টেন্সি রিয়াদের সে দিন হতে দিলো না। এখানে আফগান ক্যাপ্টেনের কাছ থেকে শিক্ষা নেয়া উচিত কিভাবে স্লো ও লো পিচে স্পিনাররাই ভরসা হয়।

৩. মাথায় মিস্ট্রি বোলার প্যানিকের কারণেই তামিম আউট হলো। নরমাল একটা অফ স্পিন বল ছিলো যেটা টার্ন না করে পিচ হয়ে ভেতরে ঢুকে যাচ্ছিল। অন্যান্য অর্ডিনারি দিনে তামিমের জন্য দুধভাত বল এটা। ভবিষ্যতে মুজিবকে নিয়ে প্যানিকমুক্ত হতে হবে তামিমকে।

৪. মুশফিকের [রথপম দিকের রিভার সুইপের কারনে বোল্ড হতে হয় তাকে। কিন্তু পরের ম্যাচে রশিদের বলগুলো ভালোমতো বুঝে খেলতে হবে। সে তুলনায় মোসাদ্দেক বেশ ভালোমতোই রশিদকে বুঝে খেলেছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে