ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

সৌদি গমনইচ্ছুদের দারুন সুসংবাদ এবার বাংলাদেশসহ বিভিন্ন দেশে থেকে ৪লাখ৯০হাজার কর্মী নেবে সৌদি সরকার

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৪ ২৩:৪৭:৫৩
সৌদি গমনইচ্ছুদের দারুন সুসংবাদ এবার বাংলাদেশসহ বিভিন্ন দেশে থেকে ৪লাখ৯০হাজার কর্মী নেবে সৌদি সরকার

তবে এতো সব কড়াকড়ির ভিতরেও দেশটিতে নতুন করে তৈরি কর্মসংস্থান হওয়ার সু-সংবাদ দিলেন দেশটির শ্রম ও সামাজিক উন্নয়নমন্ত্রী। হিজরি নতুন বছরে অন্তত চার লাখ ৯০ হাজার নতুন কর্মী নেবে সৌদি আরব।

দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রী আলি আল ঘাফিস ইতিমধ্যেই জানিয়েছেন, হিজরি ১৪৪০ বর্ষে অন্তত ১২টি ট্রেডিং কর্পোরেশন চালু হবে।এসব ট্রেডিং কর্পোরেশন পরিচালনা করতে বহু নতুন শ্রমিকের প্রয়োজন হবে। এতে করে নতুনভাবে কর্মসংস্থান হওয়ার একটা সম্ভবনা তৈরি হয়েছে দেমটিতে।

শ্রমমন্ত্রী জানান, চশমা, ঘড়ি, গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ, চিকিৎসার উপকরণ, ইলেকট্রনিক যন্ত্রাদি, ভবন নির্মাণ সামগ্রী এবং সব রকমের কার্পেট বিক্রির দোকানে তাদের নিয়োগ দেওয়া হবে।

এছাড়া গাড়ি বিক্রির দোকান, মোটর সাইকেল বিক্রির শো রুম, আসবাবপত্র বিক্রির দোকান এবং তৈরি পোশাকের দোকানেও কর্মী নিয়োগ করা হবে।

সৌদি আরবের শ্রম ও সামাজিক উন্নয়নমন্ত্রী মন্ত্রীর এমন ঘোষণায় এখনো অস্পষ্টতা রয়েছে। দেশটিতে ঠিক সৌদি নাগরিকদের নাকি বিদেশিদেও নিয়োগ দেয়া হবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তবে সৌদিকরণের ধারাবাহিকতায় যেসব প্রতিষ্ঠানে শ্রমিক নিয়োগের কথা বলা হয়েছে সেখানে এসব ১২ ধরণের প্রতিষ্ঠানই বিদ্যমান। আর এসব দোকানে কেবল সৌদি নাগরিকেরাই কাজ করতে পারবেন এমন ঘোষণা অনেক আগে থেকেই দিয়ে রেখেছে সৌদি আরব সরকার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে