ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে নীরব জাতীয় সঙ্গীত বিতর্ক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৪ ২৩:০৯:১৩
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে নীরব জাতীয় সঙ্গীত বিতর্ক

খেলা শুরুর আগে যখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজছিল তখন সাকিব-তামিমরা কেউ ঠোঁট মিলাচ্ছেন না। সবাই অমনযোগী ছিলেন। টিভির পর্দায় যারা খেলা দেখেছেন তাদের সবারই চোখে পড়েছে এটা। খেলোয়াড়রা জাতীয় সঙ্গীত ঠিক ভাবে শুনছেন কিনা তা নিয়েও সংশয় ছিল।

সোমবার বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, মাঠের কেউই জাতীয় সঙ্গীত শুনতে পাননি। এদিকে, শুধু প্রথম ম্যাচেই জাতীয় সঙ্গীত বাজানো হবে বলে জানানো হয়েছিল বাংলাদেশ দলকে। তবে সুজন চাইছেন আগামী দুই ম্যাচে যেন সঠিক ভাবে জাতীয় সঙ্গীত বাজানো হয়।

"আমরা সম্প্রচারকারীদের বলেছি, জাতীয় সঙ্গীতের সময় কোনো শব্দ ছিল না এবং মাঠের কেউই জানতো না কখন জাতীয় সঙ্গীত সম্প্রচার হয়েছে। আমাদের পরে জানানো হয়েছিল। এটা অনেক দেরী এবং এটাই টিভিতে জাতীয় সঙ্গীত সম্প্রচারের সময় খেলোয়াড়দের অপ্রস্তুত থাকার কারণ। আমাদের বলা হয়েছিল শুধু প্রথম ম্যাচের আগেই জাতীয় সঙ্গীত বাজানো হবে। কিন্তু আমি আশা করি পরবর্তী দুই ম্যাচে যথাযত শব্দ দিয়ে জাতীয় সঙ্গীত বাজানো হবে।"

টাইগার ওপেনার তামিম ইকবালও তার ভেরিফাইড ফেসবুকে বিষয়টি খোলাসা করেছেন। তিনি লিখেছেন, টিভির দর্শকরা জাতীয় সঙ্গীত শুনলেও খেলোয়াড়রা জাতীয় সঙ্গীত শুনতে পাননি।

"কিছু দর্শক রোববার টেলিভিশনে প্রথম টি-টুয়েন্টি ম্যাচের জাতীয় সঙ্গীত বাজার সময় বাংলাদেশের খেলোয়াড়দের মুখ দেখে বিভ্রান্তিতে পড়তে পারেন। ঘটনাটা হলো- আফগানিস্তানের জাতীয় সঙ্গীত শোনা গেলেও বাংলাদেশের জাতীয় সঙ্গীত মাঠে শোনা যায়নি। খেলোয়াড়রা তখন সেটি বাজার অপেক্ষায় ছিল। মজার ব্যাপার, টিভি দর্শকরা জাতীয় সঙ্গীত শুনলেও আমরা বাংলাদেশের খেলোয়াড়রা জাতীয় সঙ্গীত শুনতে পাইনি।"

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে