ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

ফুটবল ম্যাচ হারলেই খেলোয়াড়দের মহাসাগরে ছুঁড়ে ফেলা হবে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৪ ২৩:০৭:৫৫
ফুটবল ম্যাচ হারলেই খেলোয়াড়দের মহাসাগরে ছুঁড়ে ফেলা হবে

নিয়ম অনুযায়ী হোম আ্যান্ড আ্যাওয়ে ভিত্তিতে ম্যাচটি হওয়ার কথা। কিন্তু বিপত্তি বাঁধে কোরিয়া প্রেসিডেন্ট সিঙম্যানরির সিধান্তে। কোরিয়া প্রেসিডেন্ট সাবেক শাসক রাষ্ট্র জাপানিদের নিজ দেশের মাটিতে খেলতে দিতে রাজি ছিলেন না,এমনি জাপানে ফুটবল দল পাঠাতেও না!তবে কোরিয়া ফুটবল দলের অতি আগ্রহের জন্য প্রেসিডেন্ট জাপানে দল পাঠাতে রাজি হন, সাথে জুড়ে দেন এক ভয়ংকার শর্ত। কোন মতেই ম্যাচ হারা চলবে না। হারলেই দলের প্রত্যেক সদস্যের মৃত্যু! সবাইকে ছুড়ে ফেলা হবে মহাসাগরে।

হুমকি মেনে নিয়েই জাপানে যায় কোরিয়া ফুটবল দল। দুই লেগের ম্যাচই জাপানে অনুষ্ঠিত হয়। যেখানে প্রানের ভয়,সেখানে একটু বাড়তি সতর্কই থাকে কোরিয়ান ফুটবলারা। প্রথম লেগের ম্যাচে জাপানকে ৫-১ গোলে রীতিমত উড়িয়ে দেয় কোরিয়ানরা। তবে সেসময় গোল ব্যাবধান হিসাব করা হত না। তাই দ্বিতীয় লেগের ম্যাচে কমপক্ষে ড্র করতে হত কোরিয়ার। আর হেরে গেলে আরও একটি ম্যাচ খেলতে হবে।

প্রানের ভয় নিয়েই দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে নামে কোরিয়া। ম্যাচ শুরু হতে না হতেই প্রানের শঙ্কা আরও বেড়ে যায়। ম্যাচের ১৬ মিনিটে লিড নেয় জাপান। তবে তাতে একটুও দমে যায়নি কোরিয়া। সেই গোল তো শোধ করেই,উল্টো ৪২ মিনিটের মধ্যেই ২-১ গোলের লিড নেয় তারা। দ্বিতীয়ার্থে খেলতে নেমে ব্যবধান ২-২ করে জাপানিরা। শেষ পর্যন্ত আর কোন দল গোল করতে না পারায় ম্যাচটি শেষ হয় ড্র নিয়েই। দুই লেগে এক জয়,এক ড্র নিয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করে কোরিয়া,প্রান রক্ষা হয় কোরিয়ান ফুটবলারদের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে