ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

সিরিজ বাঁচাতে হলে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে রশিদ-মুজিবকে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৪ ২২:৩৯:৫৪
সিরিজ বাঁচাতে হলে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে রশিদ-মুজিবকে

রশিদ খান আর মুজিব উর রহমান ছিলেন এই চিন্তার কারণ। দেরাদুনে গতকাল রবিবার সিরিজের প্রথম ম্যাচে এই দুজনই বাংলাদেশকে ধসিয়ে দেন। তাদের সঙ্গী হন শাপুর জারদান। পাড়ার টিমের মতো ব্যাট করে বাংলাদেশ হারে ৪৫ রানের বড় ব্যবধানে।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের টার্গেট নিয়েই ভারতে গেছে টাইগাররা। অধিনায়ক সাকিব আল হাসান দেশ ছাড়ার আগে এমনকী ভারতে গিয়েও একই কথা বলেছেন। কিন্তু প্রথম ম্যাচেই তার সিদ্ধান্তহীনতা সমালোচিত হয়েছে। আফগানরা র‍্যাংকিংয়ের ৮ নম্বর দল হলেও ১০ নম্বর দল হিসেবে তাদের কাছে হারতে চাইবে না বাংলাদেশ। সেজন্য রশিদ-মুজিব জুজু ভুলতে হবে টাইগারদের।

আন্তর্জাতিক ক্রিকেটে যে কোনো বোলারের মুখোমুখি হতে যে পেশাদারী মনোভাবের প্রয়োজন হয় সেই মনোভাব তৈরি করতে হবে।

গতকাল ম্যাচ শেষে আফগান অধিনায়ক আসগর স্তানিকজাই একটা কথা কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন, যা মার্ক করার মতো। তিনি বলেছেন, ‘প্রতিটি ম্যাচই খুবই গুরুত্বপূর্ণ। বিশেষভাবে আজ ব্যাটসম্যানরা খুবই ভালো করেছে। আমার বোলারদের সর্ম্পকে আমি জানি, কিভাবে তাদের ব্যবহার করতে হয়। এই কন্ডিশন আমাদের জন্য ভালো ছিলো। আমরা উইকেট ও কন্ডিশন সর্ম্পকে ভালোভাবেই জানি। ‘

এদিকে শোনা যাচ্ছে, ম্যাচের আগে বাংলাদেশ নাকি উইকেট পড়তে ভুল করেছিল! অধিনায়ক সাকিব দায় চাপিয়েছেন ব্যাটসম্যানদের ওপর। এক লিটন দাস ছাড়া ব্যাটসম্যানরা যে চরমভাবে ব্যর্থ হয়েছেন তা বলাই বাহুল্য। তাদের খেলা দেখে মনে হয়নি যে, এটা একটা টি-টোয়েন্টি ম্যাচ। টি-টোয়েন্টির বডি ল্যাংগুয়েজ, আগ্রাসন, কিছুই ছিল না বাংলাদেশের মাঝে। মঙ্গলবার এই ভুলগুলো শুধরে মাঠে নামত হবে। খেলতে হবে টাইগারদের মতোই। তাহলেই নিদাহাস ট্রফির রানার্সআপ হওয়ার পর একটি অ্যাওয়ে সিরিজ জয়ের স্বাদ নিতে পারবে সাকিব আল হাসানের দল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে