ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

আশরাফুলের মতে আফগানদের বিপক্ষে সাকিবের প্রথম ভুল যেটি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৪ ২২:৩৪:৩৭
আশরাফুলের মতে আফগানদের বিপক্ষে সাকিবের প্রথম ভুল যেটি

আর সাকিবের টসে জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্তটি সঠিক হয়নি বলেই মনে করছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আফগানদের বিপক্ষে পরে ব্যাট করে জেতা যাবে না বলেই মনে করছেন আশরাফুল।

তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে ওরা যে আমাদের থেকে এগিয়ে কালকের (রোববার) খেলা দেখে সেটিই প্রমাণ হলো। ওদের তিনজন বোলার আছে- রশিদ, মুজিব ও নবী। তিনজনই ভালো স্পিনার। যাদের সঙ্গে আমরা পেরে উঠিনি।’

টসে জিতে সাকিবের বোলিং নেওয়া ঠিক হয়নি বলেই জানান তিনি, ‘টস জিতে বোলিং নেয়াটা আমার মনে হয় না সঠিক ছিল। কারণ, ওদের এই বোলিংয়ের বিপক্ষে তাড়া করাটা আমার মনে হয় না বুদ্ধিমানের কাজ ছিল। যদিও ওরা শেষ চার ওভারে ওরা ৬০ রান করেছে। কিন্ত ৬০ রান না করে যদি ৪০ রানও করতো, তারপরও ওদের এই বোলিংয়ের বিপক্ষে আমাদের ১৪০ রান তাড়া করাও কঠিন হয়ে যেত।’

সেই সঙ্গে পরের ম্যাচ গুলোতে টসে জিতলে প্রথমে ব্যাটিং নেয়ার পক্ষেই কথা বলেন তিনি। তিনি বলেন, ‘আমার মনে হয় পরের দুটি ম্যাচে টস জিতে ব্যাটিং করে বড় একটা স্কোর দিয়ে ওদের আটকানোর চিন্তা করাটাই ভালো হবে। আগে বোলিং করে আমার মনে হয় না ওদের বিপক্ষে জেতা যাবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে