ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

মোস্তাফিজের কারণে ওয়ালশের ঘুম হারাম!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৪ ২১:৫৩:৪৪
মোস্তাফিজের কারণে ওয়ালশের ঘুম হারাম!

বাংলাদেশ দেরাদুনে। উত্তরখন্ডে যাওয়ার কথা ছিল ফিজেরও। দলের প্রধান পেস আক্রমণের সমার্থ। কিন্তু আইপিএল থেকে ইনজুরি নিয়ে ফিরেছেন। গোপনও করেছেন বুঝে না বুঝে কে জানে। বাংলাদেশ দল শেষ মুহূর্তে খায় ধাক্কা। পেস বোলিং কোচ ওয়ালশের তুণ থেকে প্রধান অস্ত্রটাই গেল খসে। এ নিয়ে দুবার আইপিএল থেকে ইনজুরি নিয়ে ফিরলেন। একবার নষ্ট হয়েছে ৬ মাস। এবার তো নতুন শুরুর শুরুতেই ফিজকে পাওয়া গেল না। তার নিজের প্রতি এই অবহেলার জবাবও নাকি বোর্ডকে দিতে হয়েছে। প্রতিভার অপচয়! তাকে ছাড়া তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটি রোববার হেরে বসে আছে বাংলাদেশ। বাকি দুই ম্যাচ ৫ ও ৭ জুন।

ক্যারিবিয়ান কিংবদন্তি ওয়ালশকে যদি প্রশ্ন করা হয় ফিজকে তিনি সামলাচ্ছেন কিভাবে? কপালের ভাঁজ বাড়ে। 'এটা আমার জন্য দুর্ভাবনার বিষয়। এ নিয়ে দ্বিতীয়বার সে আইপিএল থেকে ইনজুরি নিয়ে ফিরল।' ওয়ালশের চোখেমুখে স্বস্তির রেখা গোনার উপায় নেই আর।

২০১৫ তে চমক লাগানো অভিষেক। এখন ২২ বছর বয়স। ২৭ ওয়ানডেতে ৫১ আর ২৪ টি-টুয়েন্টিতে ৩৫ উইকেট। ১০ টেস্টে ২৬ উইকেট। মোস্তাফিজ যে মানের প্রতিভা তাতে এর চেয়ে অনেক শক্ত পরিসংখ্যান হওয়ার কথা ছিল। ইনজুরি সময়ের সাথে তার আত্মবিশ্বাসেরও অনেকটা কেড়ে নিয়েছে। আরো আছে কিছু নিজস্ব সমস্যা। অন্তর্মূখীদের যা হয় আর কি।

ওয়ালশের তো রাতের ঘুম হারাম হওয়রই জোগাড়। পাইপলাইনে পেসার আছে। কিন্তু দীর্ঘিদন সার্ভিস দেওয়ার মতো একটি পেস অ্যাটাক তো দায়িত্ব নেওয়ার পর এতদিনেও গড়তে পারলেন না। ব্যর্থতা নয়? ওই প্রসঙ্গে না গিয়ে ফিজের প্রসঙ্গে থেকেই ওয়ালশের কাছ থেকে তার ভাবনাটা জেনে নিতে হয়, 'তাকে আমাদের ফিট রাখতে হবে। শক্ত বানাতে হবে। কারণ, সে এখন তরুণ, প্রতিভাবা এবং তার দেওয়ার আছে অনেক কিছু। আগা এতার মানসিক দিকটা সঠিক করতে হবে। আর তার বোলিং যতোটা সম্ভব সেরা মানে ফিরিয়ে আনতে হবে।'

এর আগে মুখে ওয়ালশ যতোই বলুন ফিজের উন্নতি হচ্ছে কিন্তু এখন বোঝা যাচ্ছে তিনি সন্তুষ্ট নন। তিনি বোঝেন, আন্কতর্জাতিক ক্রিকেটের চাপের সাথে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চাপ একন ক্রিকেটারকে কিভাবে শুষে নিচ্ছে আজকাল। ফিজও অনেকটা এরই শিকার। পুরোটা নন।

কিন্তু টেস্টে ৫০০ উইকেট শিকার করার বিশ্ব রেকর্ড গড়া প্রথম মানুষ তো ওয়ালশ। ৫১৯ উইকেট নিয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে ফাস্ট বোলারদের যতো রকমের সমস্যা আর চোটের হুমকি তার অনেক সামলেছেন খুব ভালোভাবে। ফিজের জন্য তার কথাতে তাই এই উপসংহার, 'কিন্তু কথা হলো শেষ পর্যন্ত খেলোয়াড়কেই দায়িত্বটা নিতে হয়। কারণ, দুটি ভিন্ন পরিবেশে কাজ করতে হয়।' একটার জন্য আরেকটা হারানো? ফিজের ব্যাপারে এখন পর্যন্ত এটা বেশ ঘটছে দেখা যায়!

সূত্র : ক্রিকবাজ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে