ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

বিশ্বকাপ দলে সালাহ, 'ভালোই আছেন'!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৪ ২০:৪৭:৪৯
বিশ্বকাপ দলে সালাহ, 'ভালোই আছেন'!

কিয়েভে গেল রোববার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলের হয়ে খেলছিলেন সালাহ। খেলার আধঘণ্টা পার হওয়ার আগেই ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয় ইংলিশ লিগের এবারের সেরা খেলোয়াড়কে। রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোসের সাথে সংঘর্ষেই বিপত্তি। কাঁধের ইনজুরির কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলা নিয়েও এখন সংশয় ২৫ বছরের সুপারস্টারের।

এমনিতে মিশরের দ্বিতীয় রাউন্ডে ওঠা খুব কঠিন বলা যাচ্ছে না। তবে সহজও নয়। ১৫ জুন উরুগুয়ের সাথে ম্যাচ। ১৯ তারিখের প্রতিপক্ষ স্বাগতিক রাশিয়া। ২৫ জুন সৌদি আরবের সাথে ম্যাচ। এ গ্রুপে তারা।

সালাহই এবার মিশরকে শেষ বাছাই পর্বের ম্যাচে ৯৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দেশকে ২৮ বছর পর বিশ্বকাপে তুলে দিয়েছেন। কিন্তু এখন পুনর্বাসন প্রক্রিয়ার মাঝে। বিশ্বকাপ প্রস্তুতির একটি ম্যাচও খেলতে পারবেন না। দল একসাথে। সালাহ আলাদা। ৯ জুনও দলের সাথে যোগ দিচ্ছেন না। বুধবার বেলজিয়ামের সাথে শেষ প্রস্তুতি ম্যাচটা। বেলজিয়াম থেকে দল ফিরলে তারপর ক্যাম্পে যোগ দেবেন সালাহ। সেখান থেকে একসাথেই উড়ে যাবেন রাশিয়া।

মিশরের চূড়ান্ত বিশ্বকাপ দল:

গোলকিপার : ইসাম ইল হাদারি, মোহাম্মদ এল-শেনাইয়ি. শেরিফ ইকরামি।

ডিফেন্ডার : আহমেদ ফাতহি, সাদ আমির, আইমান আশরাফ, মাহমুদ হামদি, মোহাম্মদ আবদেল-শাফি, আহমেদ হেগাজি, আলি গবর, আহমেদ ইলমোহামাদি, ওমার গাবের।

মিডফিল্ডার : তারেক হামেদ, শিকাবালা, আবদাল্লাহ সাঈদ, সাম মরসি, মোহাম্মদ ইলনেনি, মাহমুদ কাহরাবা, রামাদান সোভি, মাহমুদ হাসান' আমর ওয়ারাদা।

ফরোয়ার্ড : মারওয়ান মোহসেন, মোহাম্মদ সালাহ।

সূত্র : বিবিসি, টুইটার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে