ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

আফগানদের বিপক্ষে পরে ব্যাট করে জেতা যাবে না : আশরাফুল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৪ ২০:৪৬:০৯
আফগানদের বিপক্ষে পরে ব্যাট করে জেতা যাবে না : আশরাফুল

তারপরও কিছুদিক তো থাকেই যা বিশেষজ্ঞ চোখে বড় ভুল হয়ে ধরা পড়ে। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মনে করছেন, টস জিতে ফিল্ডিংয়ে নামার সিদ্ধান্তটাই ছিল মস্ত বড় ভুল।

আপগানদের বিপক্ষে টাইগারদের নতজানু পারফরম্যান্সের পর সোমবার পরিবর্তন ডটকমের সাথে আলাপে আশরাফুল বললেন, ‘টি-টুয়েন্টিতে ওরা যে আমাদের থেকে এগিয়ে কালকের (রোববার) খেলা দেখে সেটিই প্রমাণ হলো। ওদের তিনজন বোলার আছে- রশিদ, মুজিব ও নবী। তিনজনই ভালো স্পিনার। যাদের সঙ্গে আমরা পেরে উঠিনি।’

আশরাফুল টস জিতে অধিনায়ক সাকিব আল হাসানের বোলিং বেছে নেয়ার কোনো যৌক্তিকতাই খুঁজে পাচ্ছেন না, ‘টস জিতে বোলিং নেয়াটা আমার মনে হয় না সঠিক ছিল। কারণ, ওদের এই বোলিংয়ের বিপক্ষে তাড়া করাটা আমার মনে হয় না বুদ্ধিমানের কাজ ছিল। যদিও ওরা শেষ চার ওভারে ওরা ৬০ রান করেছে। কিন্ত ৬০ রান না করে যদি ৪০ রানও করতো, তারপরও ওদের এই বোলিংয়ের বিপক্ষে আমাদের ১৪০ রান তাড়া করাও কঠিন হয়ে যেত।’

আশরাফুল তাই পরের দুই ম্যাচে টস জিতলে ব্যাটিং নেয়ার পক্ষেই রায় দিয়ে রাখছেন, ‘আমার মনে হয় পরের দুটি ম্যাচে টস জিতে ব্যাটিং করে বড় একটা স্কোর দিয়ে ওদের আটকানোর চিন্তা করাটাই ভালো হবে। আগে বোলিং করে আমার মনে হয় না ওদের বিপক্ষে জেতা যাবে।’

আফগানদের ফেভারিটের তকমা দিয়ে এই সিরিজ শুরু করে বাংলাদেশ। অর্থাৎ শুরুতেই তো কিছুটা ব্যাকফুটে চলে যাওয়া। মানসিকভাবেও কি টাইগারদের তা পিছিয়ে রাখলো? আশরাফুল বলেন, ‘ঠিক পিছিয়ে দেয়নি। হ্যাঁ, একটা নেগেটিভ দিক তো আছেই ওরা ফেভারিট এটা আগে থেকেই নেমে নিলাম। কিন্তু না বলে উপায়ও তো নেই। এটা তো ঠিক যে এই ফরম্যাটে ওরা আমাদের থেকে এগিয়ে আছে এবং ওরা (আমাদের চেয়ে) সেরা দল।’

আশরাফুল আসলে টি-টুয়েন্টি টাইগারদের উন্নতি দেখছেন অনেক, ‘এই ফরম্যাটে আমরা ধীরে ধীরে উন্নতি করছি। কিন্তু আমাদের আরো অনেক উন্নতি করতে হবে। আমাদের ওই মানের পাওয়ার হিটার ব্যাটসম্যান নেই বা ওই ধরনের মিশ্র স্পিনারও নেই। টিম হিসেবে খেলতে পারলে জিতবো। একজন-দুইজন ভালো খেললে ম্যাচ জেতা কঠিন। ওদের যেমন পাঁচ-ছয়টা খেলোয়াড় আছে ম্যাচ জেতানোর।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে