ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

ইসরাইলে যে কারনে খেলবেন না মেসি!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৪ ২০:২০:০২
ইসরাইলে যে কারনে খেলবেন না মেসি!

বিশ্বকাপের আগে ১০ জুন একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে আর্জেন্তিনা এবং ইসরাইল জেরুজালেমে সেই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু ‘ফ্রি প্যালেস্তাইন’-এর আন্দোলনকারীরা শুরু থেকেই এই ম্যাচের বিরোধীতা করে আসছে।

বিশ্বকাপের আগে ইসরায়েলের সঙ্গে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে নামবে আর্জেন্তিনা৷ জেরুজালেমে এই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ঘোষণা করেছে ইসরায়েলের বিতর্কের সূত্রপাত এখানেই৷ ‘ফ্রি প্যালেস্তাইনের’ সমর্থক রাজৌবের দাবী এই ম্যাচটিকে রাজনৈতিক উদেশ্যে ব্যবহার করতে চাইছে ইসরা্য়েল। তাই তাঁরা চান না আর্জেন্তিনা এই ম্যাচে অংশ গ্রহণ করুক এবং এই ম্যাচ বন্ধ করার জন্য মেসিকে টার্গেট করে। তার সফল ও দীর্ঘদিন ধরেই ইসরাইল ও প্যালেস্টাইন নিয়ে বিশ্বে এক চরম অবস্থা বিরাজ করছে।

নির্বিকারে মারছে গাজার নিরিহ মুসলিমদের। সেখানে বাধ পড়ছেনা নারী শিশু থেকে বুড়।তাই এম্ন এক্তা দেশের সাথে না খেলা কে সরাসরি না করে দিলেন আর্জেন্টিনার ফুটবল এসোসিয়েসন। বাংলাদেশ ফুটবল একটা জনপ্রিয় খেলা। আর বিশ্বকাপ আসলে বোঝা যায়। মেসি নেইমার নিয়ে কটা উত্তেজন বিরাজ করে সারা দেশে। সেই দেশ অ মুসলিমদের [প্রতি শ্রদ্ধা রেখে ইসরাইলের রাজনৈনিত উদ্দেশ্য হাসিলের জন্য যে ম্যাচ আয়োজন করেছিল। তা নাকোচ করে দিয়ে ভালই করেছে মেসিরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে