ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

গতকালের ওয়ালটন স্মার্ট প্লেয়ার অব দ্যা ম্যাচ শফিকুল্লাহ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৪ ১৫:২৭:০১
গতকালের ওয়ালটন স্মার্ট প্লেয়ার অব দ্যা ম্যাচ শফিকুল্লাহ

প্রতিটি ম্যাচের স্মার্ট ক্রিকেটারকে পুরস্কৃত করছে ওয়ালটন। রোববার প্রথম টি-টোয়েন্টিতে ওয়ালটন স্মার্ট অব দ্য ম্যাচ পুরস্কারটি পেয়েছেন আফগানিস্তানের উইকেট রক্ষক ব্যাটসম্যান শফিকউল্লাহ। তবে ম্যাচে শুধু ব্যাটসম্যান হিসেবেই খেলেছেন শফিকউল্লাহ। উইকেটের পিছনে দাঁড়িয়েছিলেন মোহাম্মদ শাহজাদ। পুরস্কার বিতরণী মঞ্চে তার হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটন গ্রুপের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম।

ব্যাট হাতে ছোট্ট ক্যামিও ইনিংস খেলে স্মার্ট ক্রিকেটারের পুরস্কার জিতেছেন শফিকউল্লাহ। ৮ বলে ১ চার ও ৩ ছক্কায় ২৪ রান করেন ডানহাতি ব্যাটসম্যান। স্ট্রাইক রেট ছিল তিনশ। প্রথম বলেই বিশাল ছক্কা মারেন রুবেল হোসেনকে। ওই ওভারের চতুর্থ বলে ডিপ মিড উইকেট দিয়ে হাঁকান বাউন্ডারি। আবুল হাসান রাজুর করা শেষ ওভারের প্রথম দুই বল গ্যালারিতে পাঠান এ হার্ডহিটার। তৃতীয় বলটিতেও চেষ্টা করেছিলেন। কিন্তু বলের লাইনে ব্যাট চালাতে না পারায় আউট হন।

শেষ দিকে আক্রমণাত্মক ব্যাটিং করে আফগানিস্তানকে ভালো অবস্থানে নিয়ে যান শফিকউল্লাহ। তাইতো ওয়ালটন স্মার্ট খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে ২৮ বছর বয়সি এ ক্রিকেটারের হাতে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে