ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

সাকিবকে নিলামে বাংলাদেশি টাকায় যত কোটি টাকা দিয়ে কিনলেন পোলার্ডের বার্বাডোজ? দেখে নিন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৪ ১৪:৪২:২১
সাকিবকে নিলামে বাংলাদেশি টাকায় যত কোটি টাকা দিয়ে কিনলেন পোলার্ডের বার্বাডোজ? দেখে নিন

এক ম্যাচে তো রেকর্ড গড়ে ৬ রানে নিয়েছিলেন ৬ উইকেট। ব্যাট হাতে রান করেছিলেন মাত্র ২২। তবে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন ৬ ইনিংসে। এবারের সিপিএলে সাকিবের সতীর্থরা হলেন মার্টিন গাপটিল, হাশিম আমলা, ডোয়াইন স্মিথ, ওয়াহাব রিয়াজ ও জুনাইদ খান।

এবারের নিলামে সাকিবকে ১ লাখ ৩০ হাজার ডলারে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল বার্বাডোজ ট্রাইডেন্টস। যার মূল্য বাংলাদেশি টাকায় দাড়ায় প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা।

সিপিএলের ষষ্ঠ আসরে বার্বাডোজ ট্রাইডেন্টসকে নেতৃত্বে দেবেন ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক জেসন হোল্ডার।২০১৩ সালে বার্বাডোজের হয়ে খেলেছিলেন সাকিব। ২০১৬ এবং ২০১৭ সালে সাকিবের দল ছিল জ্যামাইকা তালাওয়াস। দলটির হয়ে দুই মৌসুমে ১৬ ম্যাচ খেলেন সাকিব। বল হাতে ১৪ উইকেট ও ব্যাট হাতে করেছিলেন ২২১ রান।

কাইরন পোলার্ডের থেকে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন হোল্ডার। ওয়েস্ট ইন্ডিজকে ৫৬ ওয়ানডে ও ২১ টেস্টে নেতৃত্ব দিয়েছেন ডানহাতি পেস অলরাউন্ডার। অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত হোল্ডার বলেছেন,‘হিরো সিপিএলে ফিরতে পেরে খুবই উচ্ছ্বসিত আমি। ২০১৮ সালে বার্বাডোজকে গর্বিত করতে পারি সেই দিকেই তাকিয়ে আছি। আমাদের স্থানীয় খেলোয়াড়রা দারুণ, যথেষ্ট শক্তিশালী। আশা করছি এবার আমাদের জয়ের পাল্লা বেশি ভারী হবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে