প্রীতম, শফিক তুহিন ও জীবনকে বয়কট করলেন আসিফ আকবর
গতকাল শনিবার রাত ১০টায় আসিফ তার অফিসিয়াল ফেসবুক পেইজে লাইভে এসে তার নতুন গানের খবরা খবর জানান। সেইসঙ্গে তার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি করে গানের মাধ্য কোটি কোটি টাকা আয় করে তা হাতিয়ে নেয়ার অভিযোগ নিয়ে মুখ খুলেন।
আসিফ তার ভিডিওতে প্রীতম ও শফিক তুহিনদের সমালোচনা করে বলেন, ‘গানের আঙিনা সুন্দর মানুষদের জন্য। এখানে কোনো নর্দমার কীট রাখা যাবে না। সিটি করপোরেশন দিয়ে সেইসব কীট পরিষ্কার করা হবে। প্রীতম মিথ্যেবাদি, প্রতারক। সে দাবি করে চ্যানেল আইয়ের প্রযোজক সে। মিথ্যে কথা। মিথ্যে পরিচয় দিয়ে সে মানুষকে ঠকায়। আর শফিক তুহিন কৌশলী। আমার হাত দিয়ে তার উত্থান। আমার সঙ্গেই বেঈমানী করে বেড়াচ্ছে। কোনো প্রমাণ ছাড়াই আমাকে অভিযুক্ত করছে। এ ধরনের ক্ষতিকরদের থেকে সবার সাবধান থাকা উচিত। আর রবিউল ইসলাম জীবন এই সেদিন প্রথম রোজার দিনও আমার বাসায় ইফতার করে গেছে। সেই জীবন পল্টি নেয়। ও সবাইকে ম্যানেজ করতে করতে ব্যক্তিত্বহীন হয়ে গেছে। নোয়াখালীর কলঙ্ক জীবন।’
তিনি প্রীতম আহমেদ ও শফিক তুহিনের অভিযোগ ভিত্তিহীন দাবি করে এর পক্ষে নিজের বক্তব্য তুলে ধরেন। সেইসঙ্গে এই দুজনকে অকৃতজ্ঞ বলেই তুলে ধরেন। তাদের সঙ্গে গীতিকার রবিউল ইসলাম জীবনকেও অকৃতজ্ঞ অভিহিত করেন। তিনি এই তিনজনকে উদ্দেশ্য করে বলেন, ‘প্রীতম, শফিক ও জীবনের সঙ্গে কোনো কোম্পানি কাজ করলে আমি তাদের সঙ্গে কোনো কাজ করবো না। আমি মিডিয়ার সবাইকে সাবধান করতে চাই এদের ব্যাপারে।’
আসিফ বলেন, ‘আমি আট বছর গান থেকে দূরে ছিলাম। আবার ফিরে এসেছি। ছুটিয়ে কাজ করছি। এটাই সবার মাথাব্যাথার কারণ। আমার প্রতি হিংসা থেকেই মিথ্যে তথ্য দিয়ে আমাকে ছোট করা হচ্ছে। এতদিন চুপ ছিলাম। কিন্তু এবার বাড়াবাড়িটা বেশি হচ্ছে। তাই মুখ খুলতে হলো।’
তরুণদের উদ্দেশ্যে বলেন, ‘তরুণদের ব্যাপারে আমি সবসময় পজিটিভ ছিলাম। এই ইন্ডাস্ট্রির কোনো সিনিয়র বলতে পারবেন না কোনো জুনিয়রদের পাশে দাঁড়িয়েছেন, তাদের জন্য কিছু করেছেন। আমার কাছে যখন যে এসেছে আমি করেছি। তরুণদের নিয়ে গান করছি। সামনেও এই ধারা অব্যাহত থাকবে। আমি গান গেয়ে যেতে চাই।’
তবে আসিফ আকবরের এই বয়কট প্রসঙ্গে মুখ খুলেননি প্রীতম আহমেদ, শফিক তুহিন ও রবিউল ইসলাম জীবন।
প্রসঙ্গত, প্রীতমের সঙ্গে আসিফের দ্বন্দ অনেক দিনের। এরই মধ্যে শনিবার দুপুরে আসিফের বিরুদ্ধে সই জালিয়াতির অভিযোগ করে স্ট্যাটাস দেন শফিক তুহিন। গানের কপি রাইট সংক্রান্ত কিছু কাগজ পত্রের ছবি শেয়ার করেন। তার ক্যাপশনে আসিফকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘এভাবে অনুমতিহীন ও স্বাক্ষরবিহীন অধিকার হরন করে শুধু গীতিকার সুরকারদের অর্থ আত্মসাতই করেনি; জীবিত থাকতেই আমার মতো সব সৃষ্টিশীল মানুষদের মেধাস্বত্বকে করেছে ভীষণভাবে অপমান। এই যদি হয় স্বঘোষিত অডিও যুবরাজের অনৈতিক কর্মকান্ড তাহলে সত্যিকার অর্থে এদেশে সংগীতের ভবিষ্যত কোথায়!!? আর এরকম বঞ্চনার জন্যই একসময় শিল্পীদের নাম ওঠে দু:স্থ শিল্পীর তালিকায়!!’’
এই স্ট্যাটাসে গীতিকার রবিউল ইসলাম জীবন কমেন্ট করেন,‘ব্যাপারটা খুবই দুঃখজনক। এভাবে গীতিকার-সুরকারকে ঠকিয়ে তিনি বড় বড় কথা বলেন!’ শফিক তুহিনের এমন স্ট্যাটাসে চটেছেন আসিফ। তার সূত্রেই লাইভ ভিডিও।
এদিকে প্রীতম আহমেদ আসিফ আকবরের খুব ভালো বন্ধু বলে পরিচিত ছিলেন। প্রীতমের উত্থানের পেছনে অনেক ভূমিকা রেখেছেন বলে দাবি করেন আসিফ আকবর। একইভাবে শফিক তুহিনের ক্যারিয়ারেও আসিফ সহায়ক ভূমিকা পালন করেছেন বলে দাবি করেন এই গায়ক। পাশাপাশি রবিউল ইসলামের জীবনের গান লেখার শুরু হয় আসিফ আকবরের অ্যালবাম দিয়েই।
এদিকে গানের মানুষদের এই কাদা ছোঁড়াছুঁড়ি নিয়ে বিব্রত সংগীতাঙ্গন। শিগগিরই নিজেদের ঝামেলা মিটিয়ে নিয়ে আবারও নিজেদের সম্পর্ককে সহজ ও সুন্দর করে তুলবেন সবাই, এমনটাই প্রত্যাশা গানের মানুষদের।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আইপিএল নিলাম: ২কোটি ৭০লাখ রুপিতে যে দলে সাকিব, দেখেনিন মুস্তাফিজ ও তাসকিনের অবস্থান
- দেশে টাকা পাঠানোর উত্তম সময়: সৌদি রিয়াল রেটের অবিশ্বাস্য লাফ, দেখেনিন আজকের রেট কত
- সৌদি রিয়াল রেটের বিশাল পতন, দেখেনিন আজকের রেট কত
- ব্রেকিং নিউজ: আইপিএল নিলামে ঝড় তুললেন নাহিদ রানা
- IPL নিলামে ঝড় তুলেছেন তাসকিন, ৫ কোটি রুপিতে যে দলে তাসকিন, দেখেনিন সাকিবের অবস্থান
- IPL 2025 Auction: ৫ কোটি রুপিতে যে দলে তাসকিন, দেখেনিন মুস্তাফিজের অবস্থান
- আজকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে পাল্টে গেল বাংলাদেশের ১৮ বছরের ইতিহাস
- প্রথম দিনেই কঠিন হুঁশিয়ারি দিলেন মোস্তফা সরয়ার ফারুকী চারে দিকে উঠলো প্রশংসার ঝড়
- ৩ পরিবর্তন নিয়ে শেষ ওয়ানডে ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ
- অনেক দিন পর সাব্বিরের ব্যাটে চার ছক্কার ঝড়
- ব্রেকিং নিউজ: নাজমুল হোসেন শান্তকে হারালো বাংলাদেশ
- IPL নিলাম ২০২৫: ১ কোটিতে সাকিব ও তাসকিন, ৭৫ লক্ষ রুপিতে তানজিম সাকিব, দেখেনিন মুস্তাফিজের অবস্থান
- খেলার মোড় ঘোরালেন নাসুম আর ম্যাচে ম্যাচ সেরা হলেন অন্য যে ক্রিকেটার
- হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো বাংলাদেশ বনাম মালদ্বীপের ম্যাচ, দেখেনিন ফলাফল
- ম্যাচের দুই ঘন্টা আগে ৩ পরিবর্তন নিয়ে বাংলাদেশের চমকে ভরা একাদশ ঘোষণা