ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

জুনে বন্যার আশঙ্কা

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৪ ১৩:৪৮:৪৩
জুনে বন্যার আশঙ্কা

একই সঙ্গে জুন মাসে স্বাভাবিক বৃষ্টিপাত এবং বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে আবহাওয়া অধিদফতরের গঠিত বিশেষজ্ঞ কমিটি এই পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া অধিদফতরে রোববার কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। অধিদফতরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান সামছুদ্দিন আহমেদ এতে সভাপতিত্ব করেন।

বিশেষজ্ঞ কমিটির জুন মাসের পূর্বাভাস প্রতিবেদন থেকে জানা গেছে, জুন মাসের প্রথমার্ধের মধ্যে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) বিস্তার লাভ করতে পারে।

চলতি মাসে মৌসুমী (বর্ষাকাল) বৃষ্টিপাতের কারণে দেশে উত্তর, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু স্থানে স্বল্প থেকে মধ্য মেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য স্থানে নদ-নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকবে।

সদ্য সমাপ্ত মে মাসে সারাদেশে স্বাভাবিকের চেয়ে ১৪ দশমিক ৩ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে, তবে সিলেট ও রংপুর বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে।

কাগজে কলমে আষাঢ়-শ্রাবণ বর্ষাকাল হলেও ইতোমধ্যেই প্রকৃতিতে বর্ষার আমেজ শুরু হয়ে গেছে। সোমবার জ্যৈষ্ঠ মাসের ২১ তারিখ। কিন্তু এখনই প্রায় প্রতিদিনই রাজধানীসহ সারাদেশেই বৃষ্টি হচ্ছে।

সোমবার সকাল ৬টা পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে টাঙ্গাইলে। সেখানে ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ সময়ে ঢাকায় ৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

সোমবার সকালে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগের পূর্বভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। বর্তমান পরিস্থিতি দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হওয়ার অনুকূলে রয়েছে। পশ্চিমা লঘুচাপ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন মৌসুমী বায়ু বিস্তার লাভ অব্যাহত থাকায় আগামী দিনগুলোতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।

সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে