ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

নেইমারের কাছে এতটা প্রত্যাশা করেননি কোচ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৪ ১৩:৩৫:১৩
নেইমারের কাছে এতটা প্রত্যাশা করেননি কোচ

এদিন বিশ্বকাপের প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে ব্রাজিল। দলের হয়ে প্রথম গোলটি করেন তাদের সেরা তারকা নেইমার। ম্যাচের ৬৯ মিনিটে ফিলিপে কুতিনহোর বাড়ানো বল ডি বক্সের ভেতরে নিয়ে দারুণ দক্ষতায় প্রতিপক্ষের জালে জড়ান তিনি। অথচ, নেইমার প্রথমার্ধে মাঠে নামেননি, দ্বিতীয়ার্ধের ১ মিনিট পর তাকে মাঠে নামান তিতে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নেইমারের কাম-ব্যাক নিয়ে তিতে বলেছেন, ‘আমরা প্রত্যাশার চেয়েও ভালো করেছে সে। আমি এর চেয়ে কম আশা করেছিলাম। কারণ এটা একটা প্রক্রিয়া। সে খুবই কঠিন পরিস্থিতির মধ্যে আছে। ধীরে ধীরে সে নিজের লেভেলে পৌঁছাবে।’

এদিন ব্রাজিলের জার্সি গায়ে ক্যারিয়ারের ৫৪তম গোলটি করেন নেইমার। আর মাত্র একটি গোল করলে ব্রাজিলিয়ানদের হয়ে তৃতীয় সর্বোচ্চ গোল স্কোরার রোমারিওকে স্পর্শ করবেন তিনি। এ তালিকায় শীর্ষে আছেন ‘দ্য ফেনোমেনন’ রোনাল্ডো ও ফুটবলের রাজা পেলে। ব্রাজিলের হয়ে ৯৮ ম্যাচে ৬২ গোল করে তালিকার দ্বিতীয় নম্বরে আছেন রোনাল্ডো। আর শীর্ষে থাকা পেলে ৯২ ম্যাচ খেলে করেছেন ৭৭ গোল। যা লাতিন আমেরিকার হয়েও সর্বোচ্চ গোল।

সূত্র : ইএসপিএন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে