ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

গলাকাটা পোস্টারে শাকিব

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৪ ১৩:৩১:০৬
গলাকাটা পোস্টারে শাকিব

তেলুগু সিনেমাটির নাম ‘কৃষ্ণার্জুনা যোদ্ধাম’। অ্যাকশন-কমেডিধর্মী সিনেমাটি মুক্তি পায় চলতি বছরের ১২ এপ্রিল। যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নানী। আর এ নায়কের শরীরে ব্যবহার করা হয়েছে শাকিবের মাথা।

বেশ কয়েকবছর ধরে গলাকাটা বা নকল পোস্টার ঢালিউড দর্শকদের মাঝে বেশ চর্চিত বিষয়। এবার তার শিকার হলেন ঢালিউডের সুপারস্টার শাকিব খান।

‘পাংকু জামাই’ পরিচালনা করেছেন আবদুল মান্নান। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস ও পুস্পিতা পপি। ২০১৬ সালে সিনেমাটির শুটিং শুরু হয়। পরে অপুর মাতৃত্বজনিত আড়ালের কারণে বাকি দৃশ্যায়ন আটকে থাকে।

মাস ছয়েক আগে সিনেমাটির কয়েকটি দৃশ্যের শুটিং শেষ করেন অপু। ডাবিং-এও অংশ নেন। অন্যদিকে শাকিব ও পুষ্পিতা জানান, তাদের অনেকটা শুটিং বাকি আছে। শোনা যাচ্ছে, শাকিবের ডাবিং করেছেন অন্য কেউ।

সম্প্রতি সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পড়েছে। বর্তমানে চলছে ঈদে মুক্তির তোড়জোর।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে