ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

জোড়া উইকেট পেলেও মাহমুদউল্লাহকে কেন বোলিংয়ে আনেননি সাকিব!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৪ ১১:৫৬:৫৩
জোড়া উইকেট পেলেও মাহমুদউল্লাহকে কেন বোলিংয়ে আনেননি সাকিব!

১৪তম ওভারে বোলিংয়ে এসে জোড়া সাফল্য পান মাহমুদউল্লাহ। দ্বিতীয় বলে নাজিবুল্লাহ জাদরানকে (২) রাহির ক্যাচ বানানোর পর পঞ্চম বলে অফস্টাম্প নাড়িয়ে দেন রানের খাতা খুলতে না পারা মোহাম্মদ নবীর। ১ ওভারে জোড়া উইকেট পেলেও রিয়াদকে আর বোলিংয়ে আনেননি সাকিব!

রিয়াদের অমন সাফল্যের পর তাকে আর বোলিংয়েই আনেননি অধিনায়ক। শেষ দিকে ভরসা রাখেন পেসারদের ওপর। কিন্তু আবুল হাসান, আবু জায়েদ ও রুবেল হোসেনের বাজে বোলিংয়ে শেষ ৩ ওভারে ৫২ রান বেরিয়ে যায়। ৪৫ রানে ম্যাচ হেরে সেই খেসারত দিতে হয়।

আফগানিস্তানের বিপক্ষে রিয়াদকে দ্বিতীয়বার বলে না আনার বিষয়ে ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলছেন, ওই সময় তিনি নিয়মিত বোলারদের ব্যবহার করতে চেয়েছিলেন।

টস জিতে ফিল্ডিং নেওয়ার পর মাঝপথে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল বাংলাদেশ। কিন্তু ডেথ ওভারে তাদের বোলাররা ছন্নছাড়া। যাতে করে ১৬৮ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিলো আফগানিস্তান। তারপর শুরুতেই উইকেট হারানোর পর যেই না একটু দাঁড়িয়েছে বাংলাদেশি ব্যাটসম্যানরা, তখনই রশিদ খানের আঘাত। শেষ দিকে শাপুর জাদরানের তোপ। তাতে আর পেরে ওঠেনি সাকিব আল হাসানরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ তারা শুরু করল ৪৫ রানে হেরে।

আগে ব্যাট করে আফগানিস্তান ৮ উইকেটে ১৬৭ রান করে। জবাবে ১৯ ওভারে ১২২ রানে অলআউট হয় বাংলাদেশ। ম্যাচসেরা হয়েছেন রশিদ।

রশিদ খানকে নিয়ে ম্যাচের শুরুতেই সতীর্থদের সতর্ক থাকতে বলেছিলেন সাকিব আল হাসান। কিন্তু সতর্ক থাকলেও আফগান স্পিনারের পারফরম্যান্সে অসহায় বাংলাদেশের ব্যাটসম্যানরা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আমরা হেরেছি বাজে খেলার জন্য, আমাদের আরও অনেক বিষয়ে নজর দিতে হবে। মাহমুদুল্লার ১ ওভার বোলিং দেওয়া নিয়ে তিনি বলেন, মাহমুদুল্লাহ রেগুলার বোলার না তাকে ১ ওভার বল করতে দেওয়া হয়েছিল সে ভাল করেছে পরের ওভার ভাল করবে এমন কোন যুক্তি নেই রেগুলার বোলার লাইনে থাকতে তাকে বল দেওয়া এটা ঠিক নয়।’

ম্যাচ শেষে টিভি উপস্থাপকের সঙ্গে আলাপকালে সাকিব বলেন, ‘সিদ্ধান্তটা কঠিন ছিল (রিয়াদকে আবার বল না দেয়া)। যদি তাকে আমি আবার আরেকটি ওভার দিতাম, এবং সে যদি ছয় হজম করতো, তাহলে আপনি আবার প্রশ্ন করতেন নিয়মিত বোলারদের বাদ রেখে কেন আমি তাকে বল দিয়েছি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে