ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

মেসির জার্সি ও ছবি পোড়ানোর আহ্বান ফিলিস্তিনের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৪ ১১:৩৮:৫৯
মেসির জার্সি ও ছবি পোড়ানোর আহ্বান ফিলিস্তিনের

বিরোধপূর্ণ জেরুজালেমে অনুষ্ঠেয় ম্যাচটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ইসরাইল ব্যবহার করছে অভিযোগ এনে এই আহ্বান জানান তিনি। সেই সাথে মেসি যদি এই ম্যাচটি খেলে, তবে প্রতিবাদ হিসেবে মেসির ফটো ও জার্সি পোড়ানোরও আহ্বান জানান জিব্রিল।

বিশ্বের তিনটি প্রধান ধর্মের মানুষদের কাছে পবিত্র ভূমি হিসেবে স্বীকৃত জেরুজালেম। কিন্তু এটি এককভাবে অধিকার করে আছে ইসরাইল। সেই সাথে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ফিলিস্তিনদের ওপর ধারাবাহিক গণহত্যা চালিয়ে আসছে দেশটি।

তার প্রতিবাদ হিসেবে ইসরাইলের বিপক্ষে জেরুজালেমে প্রীতি ম্যাচ না খেলার আহ্বান জানিয়ে রোববার এক সংবাদ সম্মেলনে জিব্রিল বলেছেন, ‘ম্যাচটি ইসরাইল রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ম্যাচটি জেরুজালেমে আয়োজন করে ইসরাইল সরকার রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে।’

সংবাদ সম্মেলনে তিনি মেসির প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘মেসি শান্তি ও ভালোবাসার প্রতীক। আরব ও মুসলিম রাষ্ট্রে তার ১০ মিলিয়ন ভক্ত আছে। তাকে ইসরাইলের রাজনৈতিক ফায়দার অংশ না হওয়ার আহ্বান জানাচ্ছি। তা না হলে, আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি, সবাই যেন মেসির ফটো ও জার্সি পুড়িয়ে ফেলে।’

ইসরাইল ও আর্জেন্টিনার প্রীতি ম্যাচের জন্য নির্বাচন করা হয়েছে জেরুজালেমের টেডি স্টেডিয়ামকে। এখানে এক সময় ফিলিস্তিনের একটি গ্রাম ছিল। দখলদার ইসরাইলের সেনাবাহিনী ১৯৪৮ সালে স্টেডিয়ামটি তৈরির সময় ফিলিস্তিনের গ্রামটি ধ্বংস করে দেয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে