ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

রেকর্ডবুকে নাম লেখানোর অপেক্ষায় দুই দলের তিন খেলোয়াড়

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৩ ১৪:২৪:২৯
রেকর্ডবুকে নাম লেখানোর অপেক্ষায় দুই দলের তিন খেলোয়াড়

ভারতের দেরাদুনে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে হাই-ভোল্টেজ ম্যাচটি। আর এই ম্যাচটিতে বেশ কিছু রেকর্ডের সামনে দাঁড়িয়ে দুই দেশের তিন তারকা।

সাকিব আল হাসান: আর মাত্র দুটি উইকেট পেলেই ক্যালিস ও আফ্রিদির ক্লাবে ঢুকে যাবেন সাকিব আল হাসান। সাকিব ২৯৯ ম্যাচে করেছেন ১০০৭৪ রান। আর বলের ঘূর্ণিতে নিয়েছেন ৪৯৮ উইকেট। হিসেব কষলে দেখা যায়, জ্যাক ক্যালিস ও শহীদ আফ্রিদি থেকে সাকিব প্রায় ২০০’র বেশি কম ম্যাচ খেলেছেন, তাই সবার থেকে দ্রুত এই রেকর্ড গড়তে যাচ্ছেন তিনি।

বর্তমানে তিন ফরম্যাট মিলিয়ে সাকিবের রান ১০ হাজার ৭৪ এবং উইকেট ৪৯৮টি। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুটি উইকেট পেলেই ১০ হাজার রান ও ৫০০ উইকেট নেয়ার অভিজাত ক্লাবে ঢুকে যাবেন টাইগার অলরাউন্ডার। পাশাপাশি সবচেয়ে দ্রুততম এই ডাবল ছোঁয়ার রেকর্ডও গড়বেন মিস্টার ক্যাপ্টেন।

মোহাম্মদ নবী: আর মাত্র ৩৯ রান হলেই এলিট ক্লাবে ঢুকে যাবেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। পঞ্চম অলরাউন্ডার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ এর বেশি উইকেট এবং ১০০০ রানের রেকর্ড গড়ার অপেক্ষায় ডানহাতি এ অলাউন্ডার।

রশিদ খান: রোববার বাংলাদেশের বিপক্ষে আর মাত্র এক উইকেট পেলেই দ্রুততম ৫০ উইকেট নেয়ার রেকর্ড গড়বেন আফগান তথা বিশ্বসেরা লেগ স্পিনার রশিদ খান। সময়ের বিবেচনায় (২ বছর ২২০ দিন) দ্রুততম ৫০ উইকেট পাওয়ার কীর্তি গড়বেন তিনি। এছাড়া ম্যাচ বিবেচনায় হবেন দ্বিতীয় দ্রুততম।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে