আজ কী ছোবল দিবে সাকিবরা?
তিন ম্যাচের এই সিরিজে সাকিবদের একমাত্র আতঙ্ক আফগান লেগ স্পিনার রশিদ খান। বর্তমান সময়ের সবচেয়ে ভয়ঙ্কর স্পিনার তিনি। মাঠে নামলে তিনি যে খালি হাতে ফিরেন না, এটা প্রায় সবারই জানা। সাকিব সেটা আরো ভালো করে জানেন। কারণ সদ্য সমাপ্ত আইপিএলে তার সতীর্থ ছিলেন রশিদ। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন তারা দু’জনই। এই জুটি এক সাথে প্রতিপক্ষ শিবিরে তাণ্ডব চালিয়েছেন। সেই সতীর্থই আজ বড় আতঙ্ক বাংলাদেশের জন্য। তার উপর প্রস্তুতি ম্যাচে হেরেছে বাংলাদেশ। কিছুটা চিন্তার ভাজ তো কপালে থাকবেই।
তবে গত মার্চে নিদাহাস টি-২০ সিরিজে নতুন এক বাংলাদেশেরই দেখা মিলেছিল। শ্রীলঙ্কার বিপক্ষে ২১৪ রান তাড়া করেও জয় ছিনিয়ে এনেছিল বাংলাদেশ। সেই আসরে ভারতের বিপক্ষে ফাইনালে হেরে ট্রফি জেতা হয়নি। তবে সিরিজজুড়ে আলোচনায় ছিল ‘বাংলাদেশী ব্র্যান্ড’।
নিদাহাস ট্রফির পর প্রায় আড়াই মাস বিরতি পড়েছিল টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেটে। আজ মাঠে ফিরছে টাইগরারা। ইনজুরির কারণে নিদাহাস ট্রফিতে শুধু ফাইনাল খেলেছিলেন সাকিব। সাকিব আইপিএলে কাটিয়ে এসেছেন দারুণ সময়। তাই একমাত্র প্রস্তুতি ম্যাচে হারলেও আজ অন্য বাংলাদেশকে দেখতে চাইবে সবাই।
দুই দলের সিরিজের আগে শনিবার সংবাদ সম্মেলনে কথা বলেন সাকিব। যেখানে নিদাহাস ট্রফির সেই ‘বাংলাদেশী ব্র্যান্ড’ প্রসঙ্গটা এলো। তবে টাইগার অধিনায়ক বলে দিলেন, ‘ব্র্যান্ড’ জাতীয় কিছু ভাবনাতে নেই তাদের। আমরা চাই ভালো ক্রিকেট খেলতে। ‘ব্র্যান্ড-ট্র্যান্ড তো জানি না, ভালো খেলে জিততে চাই এই চেষ্টা থাকবে। আমরা আমাদের সেরা খেলাটাই খেলতে চাই।’
টাইগার অধিনায়ক আরো বলেন, ‘সবাই যেন ভালো করে সে ধরনের প্রস্তুতি আমরা নিচ্ছি। একজন-দু’জন ভালো করলে আমরা জিতব না এটা আমরাও জানি। যেহেতু ১১ জন খেলবে, তাই ১১ জনের প্রস্তুতিটাই ভালো হওয়া লাগবে। সবাই যদি ভালো খেলতে পারি, নিদাহাস ট্রফিতে যেমন খেলেছি, তাহলে আমাদের বেশির ভাগ ম্যাচ জেতার সম্ভাবনা থাকবে।’
সিরিজের অনেক আগে থেকেই রশিদ খানকে নিয়ে চলছে আলোচনা। এ দিনও প্রশ্নটা হলো। সাকিবের উত্তর, ‘যদি র্যাঙ্কিং দেখেন তবে সে অবশ্যই বিশ্বেও সেরা বোলার। তার বর্তমান ফর্ম অবশ্যই আমাদের জন্য ভয়ের কারণ। একই সাথে তাদের অন্য বোলারদের কথাও বলতে হবে। দুই দলই সেরাটা দেবে এই ম্যাচে। আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব ভালো খেলতে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই।’
বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, আবুল হাসান রাজু, আবু হায়দার রনি, রুবেল হোসেন ও আবু জায়েদ চৌধুরী রাহী।
আফগানিস্তান দল : আসগর স্টানিকজাই (অধিনায়ক), নজিব তারাকাই, উসমান গনি, মোহাম্মদ শাহজাদ, মুজিব-উর রহমান, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, শাফিকুল্লাহ, দারউইশ রসুলি, মোহাম্মদ নবী, রশিদ খান, গুলবাদিন নাইব, করিম জানাত, শারাফুদ্দিন আশরাফ, শাপুর জাদরান ও আফতাব আলম।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- IPL নিলাম ২০২৫: মুস্তাফিজ নয় রেকর্ড মুল্যে ধোনির চাওয়াতেই আইপিএলে দল পেলেন সাকিব
- আইপিএল নিলামে ঝড় তুলে ৫ কোটি রুপিতে দল পেলেন নাহিদ রানা
- জাকের-অঙ্কনের ঝড়ো ব্যাটিং ও হাসান মাহমুদ-নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে জয়ের পথে বাংলাদেশ
- IPL নিলাম: সাকিব মুস্তাফিজ নয় ইতিহাস গড়ে রেকর্ড বিডে যে দলে রিশাদ হোসেন, দেখেনিন কে কোন দলে
- চরম দু:সংবাদ: নেমে এলো শোকের কালো ছায়া মারা গেলেন বাংলাদেশ অধিনায়ক
- IPL নিলাম: দল পেল মুস্তাফিজের দুই সতীর্থ, দেখেনিন সাকিবের অবস্থান
- আইপিএল নিলামের দুই দিন আগে সর্বাধিক চাহিদাসম্পন্ন অলরাউন্ডারদের তালিকা প্রকাশ, দেখেনিন সাকিবের অবস্থান
- চলছে আইপিএল নিলাম, এক নজরের দেখেনিন এখন পর্যন্ত দল পেলেন যারা ও সাকিব মুস্তাফিজের অবস্থান
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিশ্চিত করলো চার দল, বাদ পড়তে পারে ব্রাজিল, দেখেনিন আর্জেন্টিনার অবস্থান
- ব্রেকিং নিউজ: ১০ কোটি রুপিতে দল পেলেন নাহিদ রানা, দেখেনিন সাকিব ও মুস্তাফিজের অবস্থান
- ৪২ রানে অল-আউট, টেস্টে সর্বনিম্ন দলীয় রানের লজ্জার রেকর্ড
- প্রথম দিনের আইপিএল নিলাম শেষ, দেখেনিন এক নজরের দল পেলেন যারা
- IPL নিলাম: আকাশ ছোয়া মূল্যে দল পেলেন লিটনের সতীর্থ, দেখেনিন সাকিব মুস্তাফিজের অবস্থান
- IPL নিলাম: চেন্নাই সুপার কিংসে সাকিব ও মুস্তাফিজ, কলকাতাতে তাসকিন, দেখেনিন নাহিদ রানা যে দলে
- লিটন ও জাকের আলির দুর্দান্ত ব্যাটিং শেষ হলো বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল