ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

ফিলিস্তিনি সেই নার্সের জানাজায় মানুষের ঢল

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০৩ ১১:১৮:৪৫
ফিলিস্তিনি সেই নার্সের জানাজায় মানুষের ঢল

এর আগে শুক্রবার ইসরাইলবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে আহত ফিলিস্তিনিদের চিকিৎসা সেবা দিতে গিয়ে নিজেই ইসরাইলি সেনাদের পাশবিকতার শিকার হন ২১ বছর বয়সী রাজান আল-নাজ্জার। গাজার খান ইউনিস সীমান্তে ইসরাইলি স্নাইপাররা রাজানকে লক্ষ্য করে গুলি করলে তিনি মারা যান।

ইরানি গণমাধ্যম প্রেসটিভি জানিয়েছে, ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী জাওয়াদ আওয়াদ এ ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছেন। তিনি ফিলিস্তিনি জনগণের সমর্থনে অবিলম্বে পদক্ষেপ নিতে বিশ্ব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।

গত ৩০ মার্চ থেকে অবরুদ্ধ গাজা উপত্যকার অধিবাসী ফিলিস্তিনি জনগণ তাদের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের দাবিতে ব্যাপক বিক্ষোভ দেখিয়ে আসছেন। তারা গাজার ওপর থেকে ইসরাইলের অবরোধ পুরোপুরি তুলে নেয়ারও দাবি জানাচ্ছেন।

ফিলিস্তিনিদের এই শান্তিপূর্ণ বিক্ষোভ লক্ষ্য করে ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলায় এ পর্যন্ত অন্তত ১‌২০ ফিলিস্তিনি নিহত হওয়া ছাড়াও ১‌৩ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে