ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

হাবিবের সুরে জিঙ্গেলে পাঁচ জনপ্রিয় শিল্পী

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০২ ২২:২০:৪৪
হাবিবের সুরে জিঙ্গেলে পাঁচ জনপ্রিয় শিল্পী

দৈনন্দিন জীবনের এক ঘেয়েমি কাটাতে ঘুরতে বেরিয়ে পড়া বন্ধুদের অন্য রকম এক অ্যাডভেঞ্চার নিয়েইএগিয়েছে বিজ্ঞাপনের গল্পটি। যাত্রাপথে তাদের দুষ্টুমি-খুনসুটি আর সবুজ-প্রকৃতির দৃশ্য বন্দী হয়েছে ক্যামেরায়। মোহনীয় রূপ ও প্রকৃতির সঙ্গে মিলে-মিশে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে ও কমলাপুর রেলস্টেশনে দৃশ্যায়ন হয়েছে বিজ্ঞাপনটির।

বিজ্ঞাপনটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী পড়শি বলেন, ‘এই বিজ্ঞাপনে হাবিব ভাইয়ের সুরে গানটি সকলকে দেবে একেবারে অন্য রকম সুর।’

‘বিয়াই সাব’ ও ‘লোকাল বাস’ খ্যাত সংগীত পরিচালক প্রীতম, জনপ্রিয় কণ্ঠশিল্পী মিনার, পড়শি ও ব্যামিকেও প্রথমবারের মতো দেখা যাবে বিজ্ঞাপনের ফ্রেমে। সহশিল্পী ভূমিকায় রয়েছেন মডেল সায়রা।

বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। এশিয়াটিক টকিং পয়েন্টের ক্রিয়েটিভ সুপারভিশনে এবং বিজ্ঞাপনটির ক্যামেরায় ছিলেন সুমন সরকার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে