ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

কত আকুতি রেকর্ডিং মেশিনের বাইরে থেকে গেছে: ফারুকী

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০২ ২০:৫০:৪৩
কত আকুতি রেকর্ডিং মেশিনের বাইরে থেকে গেছে: ফারুকী

১ জুন, শুক্রবার রাত ১১টা ৫২ মিনিটে ফারুকী ওই স্ট্যাটাসটি দেন।

জনপ্রিয় ওই নির্মাতা তার স্ট্যাটাসে লিখেন, ‘এই রকম আরও কত আকুতি রেকর্ডিং মেশিনের বাইরে থেকে গেছে, ভাবেন। ভাবেন স্বাধীনতার পর থেকে এই রকম কত বিচারবহির্ভূত হত্যা হইছে। ভাবেন, রাষ্ট্রের যে নাগরিক তার হেফাজতের দায়িত্ব দিছে, তার জানই কেমনে কবজ করে বসল রাষ্ট্র।

ভাবেন, কবে কোথায়, কোন ভুলে লখিন্দররে দংশাইল সুতানলী সাপে? একটা খারাপ লোককেও নির্মূল করার জন্য যখন আপনি বিচারবহির্ভূত হত্যা সমর্থন করেন, তখনই আপনি নিজের অজান্তেই একজন ভালো লোককে হত্যার লাইসেন্সও তুলে দেন।

আপনিই এই রাষ্ট্র বানিয়েছেন। আপনাকে ধন্যবাদ।’

গত ২৬ মে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন টেকনাফের কাউন্সিলর একরাম। তবে পরিবারের দাবি, তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।

ওই ঘটনার রাতের অসমর্থিত একটি অডিও রেকর্ড প্রকাশ করেছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো চলছে তুমুল আলোচনা-সমালোচনা। এতে যোগ দিলেন ফারুকী।

অডিওটিতে একরামের সঙ্গে তার স্ত্রী ও মেয়েদের চারবার ফোনে কথা বলতে শোনা যায়। এই ফোনকলের চারটি ক্লিপ একত্রিত করেছে ডেইলি স্টার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে