ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১

‘গজব পড়ে না কেন এসব খুনির ওপর!’

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০২ ২০:৩৬:৫৬
‘গজব পড়ে না কেন এসব খুনির ওপর!’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও টক শো’র পরিচিত মুখ ড. আসিফ নজরুল এ ব্যাপারে শুক্রবার রাতে তার ফেসবুক পেইজে একটি পোস্ট দিয়েছেন। তার সেই পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

‘মাদক ব্যবসায়ী সাজিয়ে হত্যা করা হয়েছে দু সন্তানের পিতা একরামুলকে। অডিও টেপ পাওয়া গেছে বলে আমরা জেনেছি এই পাশবিক খুনের বিবরণ। বন্দুকযুদ্ধের নামে না জানি সবার অলক্ষ্যে এমন কতো হত্যাকাণ্ডের শিকার হয়েছে নিরীহ নিরপরাধ মানুষ! এসব জঘন্যতম অপরাধের বিচার হয় না এ’দেশে। হবেও না হয়তো কখনো। অসহায়ের মতো আমিও আজকাল ভাবি: আল্লাহর গজব পড়ে না কেন এসব খুনির ওপর!’

একরামুল নিহত হন গত ২৬ মে। আর মৃত্যুর পর থেকেই তার ইয়াবা চক্রের হোতার পরিচয়টি প্রশ্নবিদ্ধ হয়েছে। আর ৩১ মে কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে একরামুলের স্ত্রী আশেয়া আক্তার জানান, তার স্বামী যখন নিহত হয়েছেন, সেই সময় মোবাইল ফোনে সংযুক্ত ছিলেন তিনি।

সে সময় মোবাইল ফোনে ধারণ করা ১৪ মিনিট ২২ সেকেন্ডের হৃদয়বিদারক অডিওটি এরই মধ্যে সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। উঠেছে নিন্দার ঝড়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে