ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

মিথিলার একাকী জীবনের সঙ্গী হলেন অপূর্ব!

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০২ ১৫:২৪:১৪
মিথিলার একাকী জীবনের সঙ্গী হলেন অপূর্ব!

তবে এখনো পর্যন্ত নাটকের নাম আর নাটকটি কবে মুক্তি পাচ্ছে সে সম্পর্কে কিছুই জানাননি তিনি। তবে এই জুটিকে একই ফ্রেমে দেখে ভক্তদের নানা মন্তব্য চোখে পড়ছে।

কমেন্ট বক্সে আলভিদা নেহাল নামে একভক্ত লিখেছেন, ‘একাকী জীবন খুব এনজয় করছেন মনে হচ্ছে ? এমনটাই যদি প্রয়োজন হয় মানুষের, তাহলে তারা বিয়ে কেন করে ? রং ঢং দেখিয়ে ঢাক ঢোল পিটিয়ে মানুষকে জানানোর ই বা কি দরকার? কেমন রোবট হয়ে যাচ্ছি আমরা কালের বিবর্তনে।’

অনিক নামে আরেকভক্ত লিখেছেন, ‘মিথিলা আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে।’ হাসান সোহান নামে আরেকজন লিখেছেন, ‘আয় হায় মারডালা একমাত্র ক্রাশ জীবনের।’

এমডি কবির হোসাইন লিখেছেন, ‘বড় ছেলে নতুন প্রেমিকা।’ রাফি আহমেদ নামে আরেকভক্ত লিখেছেন, ‘ভালো লাগছে আপু আপনাকে।’ রঞ্জিত সরকার লিখেছেন, ‘আবার দুইজন একসাথে খুব সুন্দর লাগছে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে