ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

রিয়ালের কর্তাদের পছন্দ পচেত্তিনো, সমর্থকরা চান ক্লপকে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০২ ১৪:৫৭:০৯
রিয়ালের কর্তাদের পছন্দ পচেত্তিনো, সমর্থকরা চান ক্লপকে

জিদান বিদায়ী ঘোষণা দেওয়ার পরই নতুন কোচ নিয়োগের জন্য ঝাপিয়ে পড়েছে রিয়াল। মাদ্রিদ জায়ান্টদের সম্ভাব্য কোচ হিসেবে পছন্দের একটা তালিকাও করে ফেলেছে। আর তাদের সেই পছন্দের তালিকার এক নম্বরে আছেন মরিসিও পচেত্তিনো। এরই মধ্যে টটেনহামের এই আর্জেন্টাইন কোচের সঙ্গে রিয়াল মাদ্রিদের কর্তারা যোগাযোগও করেছেন বলে খবর।

কিন্তু রিয়ালের সমর্থকেরা এই আর্জেন্টাইনকে কোচ হিসেবে দেখতে রাজি নন। তারা চান লিভারপুলের জার্মান কোচ ক্লপকে। কোচ হিসেবে এরই মধ্যে নিজের কারিশমা দেখিয়েছেন ক্লপ। বিশেষ কোচিং দর্শন দিয়ে নজর কেড়েছেন পচেত্তিনোও। কিন্তু ক্লপ নিজের দক্ষতায় বরুসিয়া ডর্টমুন্ডের মতো দলকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলেছেন। সর্বোপুরি এবার লিভারপুলের মতো দলকেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলেছিলেন।

৫০ বছর বয়সী ক্লপ আচরণগত দিক থেকে কিছুটা খেপাটে। দলের খেলোয়াড়দের উপর প্রভাব বিস্তারের বিশেষ ক্ষমতা আছে তার। এ কারণেই ক্লপকে বিশেষ পছন্দ সমর্থকদের। আর এই পছন্দটা তারা ঠিক করেছে ভোটাভুটির মাধ্যমে।

জিদানের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে যাদের নাম ভাসছে, তাদের নিয়ে রীতিমতো ভোটাভুটির আয়োজন করেছিল রিয়ালের সমর্থকগোষ্ঠি। এএস ডট কমের মাধ্যমে আয়োজিত অনলাইন ভোটে বেশির ভাগ সমর্থকই রায় দিয়েছেন ক্লপকে কোচ করার বিষয়ে। ক্লাব কর্তাদের তারা স্পষ্ট করেই বুঝিয়ে দিয়েছেন, পচেত্তিনো নয়, ক্লপকে বার্নাব্যুর ডাগআউটে দেখতে চান তারা।

সমর্থকেরাই ক্লাবের প্রাণ। তাদের চাওয়ার বিশেষ মূল্যই দিয়ে থাকে ক্লাবগুলো। রিয়াল কর্তারাও নিশ্চয় ক্লপের বিষয়টি মাথায় ঢুকিয়ে নিয়েছেন। তবে শুধু পচেত্তিনো বা ক্লপ নয়, রিয়াল কর্তাদের ভাবনায় আছে আরও হাফ ডজন নাম। যাদের মধ্যে অন্যতম জার্মানির জাতীয় দলের কোচ জোয়াকিম লো।

এই জার্মানকে এরই মধ্যে প্রস্তাবও নাকি দিয়েছিল রিয়াল। কিন্তু লো রিয়াল কর্তাদের হতাশই করেছেন বলে জানা গেছে। তিনি জানিয়ে দিয়েছেন, তার ভাবনায় এখন শুধুই বিশ্বকাপ। অন্য কিছু ভাবার সময় তার নেই। রিয়ালের দায়িত্ব নেওয়ার ইচ্ছা এই মুহূর্তে তার নেই!

লো ‘না’ করলেও রিয়াল কর্তারা বসে নেই। তারা চেষ্টা করে যাচ্ছে জোর চেষ্টায় নেমেছে যোগ্য একজনকে খুঁজে বের করার। আর সেই চেষ্টায় রিয়াল কর্তাদের ভাবনায় আরও যারা আছেন, তারা হলেন জুভেন্টাসের কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি, চেলসির ইতালিয়ান কোচ আন্তোনিও কন্তে, নাপোলির কোচ মরিজিও সেরি। এমনকি দীর্ঘ ২২ বছর দায়িত্ব পালনের পর আর্সেনালের কোচের পদ থেকে সরে দাঁড়ানো আর্সেন ওয়েঙ্গারের নামও বাতাসে ভাসছে। মৃদুভাবে হলেও শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের ‘ঘরের ছেলে’ হিসেব পরিচিত ৪১ বছর বয়সী গুতির নামও।

সমর্থকেরা তাদের পছন্দটা জানিয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, রিয়ালের কর্তারা সমর্থকদের চাওয়াকে মূল্য দিয়ে ক্লপই কোচ করে আনে, নাকি নিয়োগ দেয় অন্য কাউকে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে