ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

পূর্ণ শক্তির আফগান দল মাঠে নামলে কি হবে বাংলাদেশের?

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০২ ১৪:৩৬:২৯
পূর্ণ শক্তির আফগান দল মাঠে নামলে কি হবে বাংলাদেশের?

বাংলাদেশ দল ভেঙে পড়লো আফগানিস্তানের যে বোলিং আক্রমনের কাছে , সেই আক্রমণে আবার ছিলেন না রশিদ খান বা মুজিবুর রহমানরা। তারা না নামার পরেই যদি এই অবস্থা, তাহলে পূর্ণ শক্তি আফগানিস্তান নামলে কি হবে? এমন প্রশ্নের জবাব খুঁজছে লাখো টাইগার ভক্তরা ।

ভারতের দেরাদুনের শুক্রবার রাতে মাঠে আফগানিস্তান বলতে গেলে একবারে পাত্তাই দিল না টাইগার দলকে। যদিও প্রস্তুতি মূলক ম্যাচ, তবুও আফগানিস্তানের মতো নবীন ক্রিকেট দলের কাছে এমন হার অবশ্যই লজ্জাজনক।

বাংলাদেশের পক্ষে মোসাদ্দেক হোসেন সর্বোচ্চ ২২ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় সর্বোচ্চ মুশফিকুর রহিমের ৩২ বলে ২৭ রানের। সৌম্য সরকার-মাহমুদুল্লাহ রিয়াদ-সাব্বির রহমানরাও দাঁড়াতে পারেননি বেশিক্ষণ। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে বাংলাদেশ ১৪৫ রান জোগাড়ের পর আফগানদের টার্গেট দাঁড়ায় ১৪৬।

বাংলাদেশের বোলিংয়ের শুরুটা হয়েছিল দুর্দান্ত। প্রথম ওভারেই আবু জায়েদ রাহি তুলে নেন উইকেট। পঞ্চম ওভারে ২২ রানের মাথায় আরও একটি উইকেট নেন আবু হায়দার রনি। এরপর বাংলাদেশি বোলারদের অসহায় আত্মসমর্পন। হযরতউল্লাহ জেজাই ও মোহাম্মদ নবীদের মারকুটে ব্যাটিংয়ে ভর করে ১৭তম ওভারে, ১৬ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে আফগানরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে