ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দুই একটা ভুলে জীবন গেলে সেই জীবনের দায় নিবে কে?

২০১৮ জুন ০২ ১৩:৫১:২৩
দুই একটা ভুলে জীবন গেলে সেই জীবনের দায় নিবে কে?

নিহত কাউন্সিলর একরামুল ইয়াবা ব্যবসায়ী বলেই চালিয়ে দিতে চেয়েছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তার মৃতদেহের পাশ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছিল বলেও জানায় তারা।

কিন্তু চারদিকের সমালোচনায় সেই দাবী ধোপে টেকেনি। ইয়াবা ব্যবসায়ী হিসেবে কোন থানায় তার বিরুদ্ধে নেই কোন মামলা। স্থানীয় মানুষজন তাকে কখনো ইয়াবা ব্যবসায়ী হিসেবে দেখেনি। এমনকি অন্যান্য কাউন্সিলরসহ অনেকেই জানিয়েছেন, ইয়াবা ব্যবসায়ী হলে আমরা তো জানতাম। কিন্তু তেমন কোন খবরই ছিল না আমাদের কাছে।

তাহলে প্রশ্ন, কোন তথ্যের ভিত্তিতে তাকে ইয়াবা ব্যবসায়ী হিসেবে অভিহিত করা হলো ? কোন প্রমানের ভিত্তিকে তাকে বন্দুক যুদ্ধের নামে খুন করা হলো?

প্রশ্ন উঠেছে, স্থানীয় এমপি বদির ইন্ধনেই এই হত্যার ঘটনা ঘটেছে। একরামুল, এমপি বদির ইয়াবা ব্যবসায় বাধা দিতে চেয়েছিল। যার কারনেই এই হত্যা কান্ড।

আরো জানা যায়, একরামুলের আর্থিক অবস্থাও সচ্ছল ছিল না। তার ব্যাংকে কোন টাকা ছিল না। একজন ইয়াবা ব্যবসায়ীর কাছে যা কখনোই আশা করা যায় না।

এদিকে আজ যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এত বড় অভিযানে দু-একটা ভুল হতেই পারে।

কিন্তু প্রশ্ন দাড়ায়, এই ভুলের মাশুল কে দিবে ? সরকার নাকি ভুক্তভোগীর পরিবার? আর আই্ন শৃঙ্খলা বাহিনী কি অনুমানের ভিত্তিতেই চালায় অভিযান? নিশ্চিত না হলে খুনের মত ঘটনার যৌক্তিকতা কতটুকু?

এই ভুলের কারনে কার ক্ষতি হলো? এই মানুষ গুলোর পরিবারের দায়িত্ব কে নিবে?

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে