ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

বিয়ের আগেই ‘অন্যরকম’ মা হয়েছেন যে নায়িকারা!

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০২ ১২:৫৭:০১
বিয়ের আগেই ‘অন্যরকম’ মা হয়েছেন যে নায়িকারা!

কিন্তু আপনি কি জানেন, বহু টালিউড অভিনেত্রী বিয়ের আগেই মা হয়েছেন? আসলে তাদের পশু প্রেম এত যে তাদের প্রত্যেকের বাড়িতে একটা বা দুটো করে পোষ্য রয়েছে।

কলকাতা২৪ পত্রিকার খবরে বলা হয়, পোষ্যদের নিজের সন্তানের মতোই ভালোবাসেন এ নায়িকারা।

এক ঝলকে দেখে নেওয়া যাক এ পোষ্যপ্রেমী নায়িকাদের তালিকা৷

১। কৌশানি এখন খুবই জনপ্রিয় নাম। তোমাকে চাই, কেলোর কীর্তি ছবিতে দেখা গেছে তাকে। তার পোষা কুকুরের নাম গোল্ডি। সন্তানের মতো ভালোবাসে তাকে।

২। ঐন্দ্রিলার পোষ্যের নাম ঝিঙ্কা। নিজের সন্তান বলেন তাকে।

৩। শুভশ্রীর সন্তানের নাম জিলাটো। শত ব্যস্ততার মধ্যেও সম্প্রতি তার জন্মদিন সুন্দরভাবে সেলিব্রেট করলেন নায়িকা৷

৪। মিমির একটি নয়, ২টি পোষ্য৷ নাম চিকু এবং ম্যাক্স। কিছুদিন আগে অ্যালার্জিজনিত সমস্যায় ভোগায় ডাক্তার তাকে নিষেধন করেছিলেন কুকুরের কাছে জেতে। আর সে জন্য কয়েকদিন খুবই কষ্টে ছিলেন তিনি।

৫। সায়ান্তিকার পোষ্য ২টির নাম সেরি এবং সিরাজ। সন্তানের চেয়েও বেশি ভালোবাসেন তাদের। কাজের ব্যস্ততায় তাদের সময় দিতে একটুও ভোলেন না।

৬। শ্রাবন্তীর কুকুরের নাম কাসা। নিজের ছেলের পাশাপাশি একেও ছেলের মতোই দেখেন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে