ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

সীসা বারে গিয়ে জন্মদিন পালন করলেন তমা মির্জা

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০২ ১২:৪৯:২৩
সীসা বারে গিয়ে জন্মদিন পালন করলেন তমা মির্জা

জন্মদিনের শুরুতেই রাজধানীর একটি রেস্টুরেন্টে গিয়ে ফেসবুকে লাইভে আসেন তমা মির্জা। যেখানে দেখা গেছে কয়েকজন বন্ধুদের সঙ্গে সীসা বারে তিনি রয়েছেন।

তমার চলচ্চিত্রে আগমন-২০১০সালের ২৭শে ফেব্রুয়ারি। ১ম চলচ্চিত্র বলনা তুমি আমার সিনেমার মাধ্যমে।

এছাড়া মুক্তি প্রাপ্ত ছবির তালিকায় রয়েছে- ১.বলনা তুমি আমার, শাকিব খান,নীরব ২.একমন একপ্রাণ, শাকিব খান,অপু বিশ্বাস ৩.একবার বলো ভালোবাসী, শাকিব খান,অপু বিশ্বাস ৪.ও আমার দেশের মাটি, আমিন খান ৫.পালাবার পথ নাই, সাইফ খান ৬.মানিক রতন দুই ভাই, কাজী মারুফ,ডিপজল,রেসি ৭.ছোট্ট সংসার, কাজী মারুফ,ডিপজল,রেসি ৮.ইভটিজিং, কাজী মারুফ ৯.তোমার কাছে ঋণী, সায়মন ১০.তোমার মাঝে আমি, নীরব।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে