ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

সৌদি যুবরাজ সালমানকে আল কায়েদার হুঁশিয়ারি

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০২ ০৩:৩৩:২৬
সৌদি যুবরাজ সালমানকে আল কায়েদার হুঁশিয়ারি

শুক্রবার আল কায়েদার নিজেদের সংবাদমাধ্যম মাদাদে এই হুঁশিয়ারি দেওয়া হয় বলে জানিয়েছে অনলাইনে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স।

২০৩০ সাল নাগাদ তেল নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতিকে বহুমুখী করতে যুবরাজ সালমানের নেতৃত্বে সৌদি আরবে পরিচালিত হচ্ছে সংস্কার উদ্যোগ। এসব উদ্যোগের মধ্যে রয়েছে কট্টোর মুসলিম রক্ষণশীল দেশে সিনেমা হল চালু, নারীদের গাড়ি চালানোর অনুমতি। এই দুটি উদ্যোগকেই ‘পাপে পূর্ণ’ আখ্যা দিয়েছে আল কায়েদা।

আল-কায়েদা বলছে, ‘বিন সালমানের নতুন যুগের মাধ্যমে মসজিদকে সিনেমা থিয়েটার বানানো হচ্ছে। তিনি ইমামদের বদলে পূর্ব-পশ্চিমের নাস্তিক ও সেক্যুলার লেখকদের দিয়ে বইয়ে পরিবর্তন আনছেন এবং ব্যাপক দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের দরজা খুলে দিয়েছেন।’

ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র শহর মক্কার কাছে গত এপ্রিলে আয়োজিত রেসলিং প্রতিযোগিতা ডব্লিউডব্লিউই আয়োজনেরও সমালোচনা করা হয় আল কায়েদার বিবৃতিতে। বলা হয়, (বিদেশি) অবিশ্বাসী রেসলাররা ক্রসের চিহ্ন এঁকে তরুণ মুসলিম নারী ও পুরুষের সামনে তাদের ব্যক্তিগত অঙ্গ প্রদর্শন করেছে। দুর্নীতিবাজরা শুধু সেখানেই থামেনি প্রতি রাতেই গানের আসর ছাড়াও বসানো হয়েছে সিনেমা আর সার্কাস শো।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে