ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

আকাশ ছোঁয়া পারিশ্রমিক দিয়ে জিদানকে কোচ বানাচ্ছে কাতার!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুন ০২ ০০:১১:০৬
আকাশ ছোঁয়া পারিশ্রমিক দিয়ে জিদানকে কোচ বানাচ্ছে কাতার!

আর হুট করেই জিদানের এমন পদত্যাগে অবাক হয়েছেন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। জিদানকে ‘আজীবন’ রিয়াল মাদ্রিদে চেয়েছিলেন পেরেজ। কিন্তু আগের দিন জিদান তাকে ক্লাব ছাড়ার কথা জানান।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনি এটি কল্পনা করতে পারেন, চ্যাম্পিয়নস লিগ জয়ের পরই এমন সিদ্ধান্ত শোনাটা পুরোপুরি অপ্রত্যাশিত। আমার নিজের এবং সমর্থক ও ক্লাবের খেলোয়াড়দের জন্য এটা কষ্টের দিন। আমি তাকে একজন খেলোয়াড় ও একজন কোচ হিসেবে চেয়েছিলাম এবং আমি তাকে আজীবন চেয়েছিলাম। কিন্তু এটাও জানি, যখন তিনি একটি সিদ্ধান্ত নিয়েছেন, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত।’

তিনি আরো বলেন, ‘গতকাল যখন আমি সিদ্ধান্তটা শুনলাম, এটা আমার ওপর বড় প্রভাব ফেলেছিল। আমি তাকে এখানে থেকে যাওয়ার জন্য বলতে চাই, কিন্তু আমি জানি, তিনি কী পছন্দ করেন। আমি তাকে ভালোবাসা ও সম্মান দিতে পারি এবং তাকে মনে করিয়ে দিতে চাই, এটা আপনার ঘর।’

এদিকে রিয়াল কোচের পদ থেকে অব্যাহতি নেওয়ার পরপরই নাগিব সাউরিস নামক এক মিশরীয় ব্যবসায়ী কাতারের সাথে জিদানের চুক্তির ব্যাপারে লিখেন, ‘টাকাই কথা বলে!’ টাকার কথাটা অবশ্যই এখানে আসছে। কেননা গুঞ্জন অনুযায়ী জিদানকে যে পারিশ্রমিক দেওয়ার কথা উঠেছে, তা দেখে যে কারোরই মাথা ঘুরিয়ে যাবে।

বার্ষিক ৪৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে জিদানকে চুক্তির প্রস্তাব দিয়েছে কাতার। এছাড়াও ১ লক্ষ ২০ হাজার ইউরো দেওয়া হবে দৈনিক ভাতা হিসেবে। সবমিলিয়ে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত চার বছরে জিদানের আয় হবে ১৭৬ মিলিয়ন ইউরো! আর যদি তাই হয়, তবে জিদানই হবেন জাতীয় দলের হয়ে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া কোচ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে